আপাতত সাক্ষাৎ বন্ধ, দোয়া চাইলেন নুরুল হক নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur)-এর সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে তার পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেল ৫টা ৫২ মিনিটে ফেসবুক পেজে জরুরি বার্তা প্রকাশ করা হয়েছে। বার্তায় জানানো হয়, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর বাসায় ফিরলেও তিনি এখনও পুরোপুরি সুস্থ নন।

ডাক্তারদের পরামর্শ অনুযায়ী মাথা, নাক ও মুখমণ্ডলে গুরুতর আঘাতের কারণে নুরকে অন্তত ৪ থেকে ৬ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। বিশেষ করে নাক ও চোয়ালে আঘাত থাকায় তাকে শক্ত খাবার এড়িয়ে চলতে বলা হয়েছে এবং চোয়াল কম নড়াতে একেবারে কথা বলাও সীমিত করতে নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা।

তবে রাজনৈতিক জীবনের মানুষ হওয়ায় তিনি মনের জোরে ইতোমধ্যে কয়েকজনকে সাক্ষাৎ দিয়েছেন এবং কথা বলার চেষ্টা করেছেন বলেও বার্তায় উল্লেখ করা হয়। তবু তার বর্তমান অবস্থা বিবেচনায় আপাতত সব ধরনের সাক্ষাৎ ও আলাপচারিতা বন্ধ রাখা হয়েছে। নুরের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, তার দ্রুত আরোগ্যের জন্য সবাই দোয়া করতে। যেন তিনি শিগগিরই সুস্থ হয়ে স্বাভাবিকভাবে সবার মাঝে ফিরে আসতে পারেন।

এর আগে, টানা ১৮ দিন চিকিৎসা শেষে সোমবার (১৫ সেপ্টেম্বর) হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছিলেন নুর। রাজধানীর কাকরাইলে হামলার ঘটনায় গুরুতর আহত হয়ে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। ওই দিন বিকেলে তাকে অ্যাম্বুলেন্সে করে বাসায় নেওয়া হয়। হাসপাতাল ছাড়ার সময় তিনি নিজেই বলেন, “আমি এখনো পুরোপুরি সুস্থ নই। আপাতত বাসায় যাচ্ছি, এরপর অন্য হাসপাতালে চিকিৎসা নেব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *