বিএনপি ক্রমেই তলানির দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর দাবি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ১০০টির বেশি আসন পাওয়া সম্ভব নয়।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (এএমএম নাসির উদ্দীন) এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি। এ সময় জামায়াত-বিএনপিকে ভণ্ডামি না করার পরামর্শও দেন এনসিপির মুখ্য সমন্বয়ক।
নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এনসিপি আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে। তাঁর ভাষ্য, “সবগুলো আসনে জয়ের জন্য আমরা চেষ্টা করব। তবে বাস্তবতার জায়গায় বলেছিলাম, অন্তত ১৫০টি আসনে আমাদের নিশ্চিত জয়ের পরিস্থিতি রয়েছে। তারপরও আমরা ৩০০ আসনেই লড়ব, ইনশাআল্লাহ।”
বিএনপি বা জামায়াত কয়টি আসন পেতে পারে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কে কয়টা আসন পাবে সেটা তো ভোটাররাই ঠিক করবেন। তবে আমাদের অ্যাসেসমেন্ট অনুযায়ী বিএনপির অবস্থা আশাব্যঞ্জক নয়। তারা নিজেরাও বহু ডাটা সার্ভে করেছে, জামায়াতও করেছে। আমার মনে হয়, বিএনপির আসন সংখ্যা পঞ্চাশ থেকে একশর মধ্যে সীমাবদ্ধ থাকবে। এখন তো বাস্তব চিত্র সবাই দেখছেন—তারা তলানিতে নেমে যাচ্ছে।”
সংসদে এনসিপি সংখ্যাগরিষ্ঠ হতে পারবে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, *“যদি রেশিও অনুযায়ী সংখ্যাগরিষ্ঠতা আসে, তাহলে সেটাই সংখ্যাগরিষ্ঠতা। তবে বিষয়টি শুধু সাধারণ আসনের মধ্যে সীমাবদ্ধ নয়। উচ্চকক্ষে নারীদের আসন, অনুপাতভিত্তিক প্রতিনিধিত্ব (পিআর) সব মিলিয়ে হিসাব করতে হবে।”