জামায়াতকে ‘পরগাছা’ আখ্যা দিলেন গোলাম মাওলা রনি

সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি (Golam Mawla Rony) বলেছেন, জামায়াতে ইসলামি শিকড়হীন রাজনীতি করছে, যেন একটি পরগাছা। তার মতে, রাজনীতিতে টিকে থাকতে হলে মাটি, আদর্শ এবং জনগণের সঙ্গে দৃঢ় শিকড়ের সংযোগ জরুরি, যা জামায়াত কখনোই অর্জন করতে পারেনি।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত বক্তব্যে তিনি মন্তব্য করেন, জামায়াত সবসময় অন্য দলের ছায়া বা গোপন শক্তির আশ্রয়ে টিকে থাকার চেষ্টা করেছে। “তারা কখনো বিএনপির ছায়ায়, কখনো অন্য ইসলামী দলের পাশে, আবার কখনো গোপন শক্তির ভরসায় নিজেদের টিকিয়ে রাখতে চেয়েছে,” বলেন তিনি।

গোলাম মাওলা রনি জামায়াতকে তুলনা করেন এক ধরনের পরগাছার সঙ্গে, যে গাছ নিজের শক্তিতে দাঁড়াতে পারে না। তিনি ব্যাখ্যা দেন, “পরগাছা কখনোই বড় গাছে পরিণত হয় না। বিল্ডিং বা বটগাছের গায়ে জন্ম নিলেও মাটির সংস্পর্শ না পাওয়ায় তারা সারাজীবন পরগাছাই থেকে যায়।”

তার মতে, জামায়াত যদি সত্যিকারের রাজনীতি করতে চায় তবে ইসলামী কৃষ্টি ও সংস্কৃতিকে ভিত্তি করে ধাপে ধাপে এগোতে হবে। কিন্তু তারা ঠিক উল্টো পথে হাঁটছে—“সামনে একটি ফ্রন্ট, পেছনে আরেকটি”—যা ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক।

জামায়াতের নেতাদের নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে গোলাম মাওলা রনি বলেন, “আমি অনেক সিনিয়র নেতার সঙ্গে চলাফেরা করেছি, কিন্তু তাদের জ্ঞান বা চিন্তার গভীরতা আমাকে কখনো মুগ্ধ করেনি। ধর্ম সম্পর্কে তাদের জ্ঞান সীমিত, কুরআন সম্পর্কেও বোঝাপড়া খুব কম। অনেকেই ভালো ওয়াজ করেন, জনপ্রিয়ও বটে, কিন্তু তাদের বক্তব্য শুনলে মনে হয় ভয়াবহ রকম কম জানেন।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *