রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল করার অভিযোগে দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. বিপ্লব হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, সেদিন বিপ্লব হোসেনকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা রমনা বিভাগের ডিবি পুলিশের পরিদর্শক মো. আখতার মোর্শেদ তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী তার জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন আবেদন নাকচ করে বিপ্লবকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৩১ আগস্ট বিকেলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের ৮০ থেকে ৯০ জন সদস্য ধানমন্ডি ২৭ নম্বর রোডে মিছিল করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সরে যায়। অভিযোগে আরও বলা হয়, আসামিরা রাষ্ট্রবিরোধী উদ্দেশ্যে নানা স্লোগান দিয়ে অপপ্রচার চালায় এবং বিস্ফোরণ ঘটিয়ে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ সংঘটিত করে।
এই ঘটনায় ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. আকিব নূর গত ১ সেপ্টেম্বর থানায় মামলা দায়ের করেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে রমনা বিভাগের ডিবি পুলিশ ধানমন্ডি এলাকা থেকে বিপ্লব হোসেনকে গ্রেফতার করে।