জাতিসংঘের সামনে এক থাপড়ে ছাত্রলীগ সভাপতি দাঁত ফেলে দিলো বিএনপি কর্মী

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের সামনে মারধরের ঘটনায় রিয়াজ রহমান হোসাইন নামে বিএনপি (BNP) কর্মীকে গ্রেপ্তার করেছে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

জানা গেছে, হামলার শিকার ব্যক্তি হৃদয় মিয়া, যিনি ছাত্রলীগ (Bangladesh Chhatra League)-এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পদপ্রার্থী। পুলিশের তথ্য অনুযায়ী, হৃদয় মিয়াকে শারীরিক আঘাত করার অভিযোগে রিয়াজকে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় হৃদয়কে ম্যানহাটানের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের শয্যা থেকে ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া সাংবাদিকদের বলেন, “আমাদের বিক্ষোভ শেষে বাড়ি ফেরার পথে হঠাৎ এক যুবক এসে আমাকে এবং আওয়ামী লীগকে গালাগালি করতে থাকে। আমি তাকে বললাম, আমি আপনাকে চিনি না, জানি না, কেন এমন করছেন? এতটুকু বলতেই সে অতর্কিতে আমার মাথা, ঘাড় ও মুখে একের পর এক ঘুষি মারে।” তিনি আরও জানান, “আমি মাটিতে পড়ে গেলে পাশে থাকা পুলিশ এসে আমাদের দুজনকেই ধরে। পরে আরেকজন পুলিশ এসে বলে, রিয়াজ প্রথমে আঘাত করেছে। এরপর তারা আমাকে ছেড়ে দিয়ে হাসপাতালে নিয়ে যায়।”

এদিকে, যুক্তরাষ্ট্র বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য গিয়াস আহমেদ (Gias Ahmed) বলেন, “রিয়াজ আমাদের একজন কর্মী। আমি থানায় গিয়েছিলাম এবং পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আশা করছি, খুব দ্রুতই তাকে ছেড়ে দেওয়া হবে।”

তিনি আরও অভিযোগ করেন, “ওই ছাত্রলীগ নেতা বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)-কে অকথ্য ভাষায় গালাগালি করেছে। সেই ক্ষোভ থেকেই রিয়াজ তাকে আঘাত করে দুটি দাঁত ভেঙে দিয়েছে। প্রকৃতপক্ষে ছাত্রলীগ কর্মীরা আমাদের অনুষ্ঠান বানচাল করতে এসেছিল, আর এ কারণেই শেষ পর্যন্ত তারা বেধড়ক মার খেয়েছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *