খাগড়াছড়ি ও গুইমারায় চলমান সংঘর্ষকে ঘিরে বড় ধরনের ঘটনার আগেই নিরাপত্তা বাহিনীর হাতে আটক হলো বিপুল পরিমাণ অস্ত্র। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার কুকিমারা এলাকা থেকে বান্দরবান থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাওয়া একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালিয়ে লোহার তৈরি ১০০টি ধারালো দা উদ্ধার করে নিরাপত্তা বাহিনী।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এ অস্ত্রগুলো ইউপিডিএফ (মূল দল) (United People’s Democratic Front – Main Faction) খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় চলমান পরিস্থিতিতে ব্যবহারের জন্য বহন করছিল। বাসটি জব্দ করার পাশাপাশি চালক ও হেলপারকেও আটক করা হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় চাঞ্চল্যকর এক ঘটনার সূত্রপাত হয়। ওইদিন এক পাহাড়ি স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। ভুক্তভোগীর বাবা অজ্ঞাত তিনজনকে আসামি করে খাগড়াছড়ি সদর থানায় মামলা দায়ের করেন। পরদিন সেনাবাহিনীর সহায়তায় পুলিশ সন্দেহভাজন শয়ন শীল নামের এক যুবককে আটক করে।
কিন্তু মামলার অন্য দুই আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠে স্থানীয় জনতা। ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে রোববার টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করা হয় খাগড়াছড়িতে। এর আগের দিন শনিবার শহরে অবরোধকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যেখানে অন্তত ২৫ জন আহত হন। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফাঁকা গুলি ছুঁড়তে বাধ্য হয়।
পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা প্রশাসন শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। উত্তেজনা আর অনিশ্চয়তায় অস্থির হয়ে উঠেছে পাহাড়ি এই জেলা।