হান্নানের ছাড়িয়ে নেওয়া সেই বৈষম্যবিরোধী নেতা সাইফুল ইসলাম রাব্বি আবারো চাঁদাবাজির অভিযোগে আটক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার সাবেক আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বি (Saiful Islam Rabbi) আবারও চাঁদাবাজির অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন। এর আগে একই অভিযোগে ধানমণ্ডি থানা পুলিশ তাকে আটক করলেও, তখন এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ (Abdul Hannan Masud)-এর জিম্মায় মুক্তি পেয়েছিলেন তিনি।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বসিলা হাউজিং সিটি এলাকা থেকে রাব্বিসহ আরও চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। আটক হওয়া অন্যরা হলেন— হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) এবং মো. শাহিন (৩৮)।

পুলিশ জানায়, একজন হাসপাতাল মালিক তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন সন্ধ্যায় সেফ হাসপাতাল নামের একটি প্রতিষ্ঠানে একটি শিশুর মৃত্যুকে কেন্দ্র করে নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দিয়ে একটি চক্র হাসপাতালের মালিকের কাছে চাঁদা দাবি করে। তারা সেখানে ভিড় জমিয়ে উত্তেজনা সৃষ্টির চেষ্টা করে।

হাসপাতালের মালিক দ্রুত সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করলে সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *