বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) আগামী মাসে স্ত্রী ও কন্যাকে সঙ্গে নিয়ে পবিত্র ওমরাহ পালন করতে যাচ্ছেন। দলীয় সূত্রে জানা গেছে, তিনি আগামী ২০ অক্টোবর স্ত্রী জোবাইদা রহমান (Zubaida Rahman) এবং মেয়ে জাইমা রহমান (Zaima Rahman) কে নিয়ে সৌদি আরবের উদ্দেশে লন্ডন থেকে রওনা হবেন। ওমরাহ শেষে লন্ডনে ফিরে সবকিছু অনুকূলে থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহে দেশে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন লন্ডনে অবস্থানরত বিএনপির একাধিক ঘনিষ্ঠ ব্যক্তি।
পারিবারিক এ সফরে বিএনপির কয়েকজন নেতা তারেক রহমানের সঙ্গে ওমরাহ করতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানা গেছে। তবে পরিবারের বাইরে একই ফ্লাইটে কারা যাচ্ছেন, সে তালিকা এখনও চূড়ান্ত হয়নি।
তারেক রহমান সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে হজ পালনের জন্য সৌদি আরব গিয়েছিলেন। তখন তাঁর মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন। এর আগে ২০১৪ সালেও তিনি খালেদা জিয়ার সঙ্গে ওমরাহ পালন করেছিলেন। প্রায় এক দশক পর আবারও তিনি পবিত্র নগরী মক্কার পথে পা বাড়াচ্ছেন, যা রাজনৈতিক অঙ্গনেও নানা জল্পনা তৈরি করেছে।