জাতীয় পার্টির রওশনপন্থী (Raushan Faction) অংশের মহাসচিব কাজী মামুনুর রশিদকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর চিফ মেট্রোপলিটন (সিএমএম) ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এ আদেশ দেন। এর আগে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল।
রমনা থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড চায়। তবে আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানানো হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ছয় দিনের রিমান্ড অনুমোদন করেন।
রাষ্ট্রপক্ষ জানায় , বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরীর সঙ্গে মামুনুর রশিদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। এনায়েত করিম নিজেকে একটি বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দাবি করেছেন।
পুলিশ সূত্র জানায়, গত ১৩ সেপ্টেম্বর সকালে মিন্টো রোড এলাকায় সন্দেহজনকভাবে প্রাডো গাড়ি নিয়ে ঘোরাঘুরি করার সময় এনায়েত করিমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি গাড়ি নিয়ে সেখানে অবস্থানের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তাঁকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনায়েত করিম স্বীকার করেন, বর্তমান সরকার পরিবর্তন করে নতুন জাতীয় সরকার গঠনের কাজে তিনি বাংলাদেশে এসেছেন। এ সময় তিনি আবারও নিজেকে বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন।
এর আগে রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর হোটেল ওয়েস্টিনের সামনে থেকে মামুনুর রশিদকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ডিবির যুগ্ম কমিশনার (প্রশাসন) মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামুনুর রশিদকে আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ৪ নভেম্বর এক ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে গিয়েছিলেন মামুনুর রশিদ। পরে আদালত থেকে জামিনে মুক্তি পান। তাঁর বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যার অভিযোগে একাধিক মামলাও রয়েছে।