৫ আগস্টের পর সৃজিতের সঙ্গে কেন দেখা হয়নি, খোলাসা করলেন মিথিলা

জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা (Rafiath Rashid Mithila) সবসময়ই তার ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন। বিশেষ করে সাবেক স্বামী, গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান (Tahsan Rahman Khan)-এর সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর পর থেকে তার ব্যক্তিগত জীবন যেন আরও বেশি সমালোচনার কেন্দ্রে চলে আসে।

পরবর্তীতে ওপার বাংলার জনপ্রিয় ও গুণী পরিচালক সৃজিত মুখার্জি (Srijit Mukherji)-এর সঙ্গে নতুন করে সংসার শুরু করেন মিথিলা। একসময় তাদের সুখী দাম্পত্য জীবন দুই বাংলার বিনোদন জগতে আলোচনার কেন্দ্রে ছিল। কিন্তু সময়ের সাথে পাল্টে গেছে সেই দৃশ্যপট। সাম্প্রতিক সময়ে শোনা যাচ্ছে, তারা আর এক ছাদের নিচে থাকছেন না। ফলে প্রশ্ন উঠছে—তাদের দাম্পত্য সম্পর্কে কি ফাটল ধরেছে? এই কৌতূহল এখন দুই বাংলার বিনোদন অঙ্গনে ঘুরপাক খাচ্ছে।

এমন পরিস্থিতির মধ্যেই সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে মিথিলা ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন। সেখানে তিনি জানান, “২৪ সালের জুলাই মাসের পর থেকে আমি এখনও কলকাতা যাইনি। আমার ভিসা নেই।” তার এই মন্তব্যের পর থেকেই আবারও নতুন করে গুঞ্জন শুরু হয় সৃজিত-মিথিলা সম্পর্ক নিয়ে।

পডকাস্টের সঞ্চালক সরাসরি তাকে প্রশ্ন করেন, সৃজিত এখনও তার স্বামী কিনা। উত্তরে মিথিলা কিছুটা ধোঁয়াশা রেখে বলেন, “এটা তো যারা বলছে, তারাই বলছে। আমি কিছু বলবো না।” তবে এক্ষেত্রে তিনি স্পষ্ট করেন, তার পাসপোর্টে এখনও সৃজিতের নাম স্বামীর জায়গায় লেখা আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *