জামায়াতের নেতাদের বিএনপিতে যোগদান

চট্টগ্রামের মিরসরাইয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন মোড়। স্থানীয় জামায়াতের দুই প্রভাবশালী নেতা আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি (BNP)-তে। বুধবার (১ অক্টোবর) দুপুরে মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিএনপিতে যোগ দেওয়া নেতারা হলেন—মিরসরাই সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ওহিদুল ইসলাম এবং বাইতুল মাল সম্পাদক মোশাররফ হোসেন। এ সময় তারা বলেন, “আমরা আগে জামায়াতে সক্রিয় ছিলাম। তবে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান (Ziaur Rahman) এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Khaleda Zia)-কে ভালোবেসে শাহীদুল ইসলাম চৌধুরীর হাত ধরে আমরা বিএনপিতে যোগদান করেছি। আমাদের ওপর কোনো চাপ ছিল না; আমরা স্বেচ্ছায় বিএনপিতে এসেছি।”

অন্যদিকে মিরসরাই সদর ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা ফারুক জানান, এই দুই নেতা অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, পরবর্তীতে জামায়াতে যোগ দেন। সম্প্রতি তারা আবারও বিএনপিতে ফিরে গেছেন বলে তিনি শুনেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইমাম হোসেন এবং সঞ্চালনা করেন উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী।

নিজের বক্তব্যে শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “রাজনীতির মাঠে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবেই। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিএনপি সবসময় যোগ্য নেতাদের হাতেই মনোনয়ন তুলে দেবে। আমাদের দায়িত্ব হচ্ছে রাজপথ থেকে শুরু করে কুঁড়েঘর পর্যন্ত ধানের শীষের প্রচারণা চালিয়ে যাওয়া।”

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন মিরসরাই সদর ইউনিয়ন বিএনপি নেতা মহিবুর রহমান মাফু, সাবেক যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন আজম, সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম, সাবেক সাধারণ সম্পাদক শহীদুল্লাহ দুলাল, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এসএম হারুন এবং যুবদল নেতা আমজাদ বাবু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *