হঠাৎ খিঁচুনির পর জবি ছাত্রদল নেতার মৃত্যু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (Jagannath University) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান আর নেই। হঠাৎ খিঁচুনি ও পরবর্তীতে হার্ট অ্যাটাকের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে গুরুতর অবস্থায় তাঁকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মাত্র কয়েক মিনিট আগেও সহপাঠী ও সংগঠনের সহকর্মীদের সঙ্গে ছিলেন তিনি।

হাসিবুর রহমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি ভোলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাতে খাবারের জন্য ক্যাম্পাসসংলগ্ন স্টার কাবাব রেস্তোরাঁয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে বসেছিলেন হাসিবুর। হঠাৎ তাঁর শরীরে খিঁচুনি ওঠে, তারপরই বুকে ব্যথা শুরু হয়। মুহূর্তেই অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন বলেন, “আমরা একসঙ্গে বসেছিলাম। হঠাৎ বুকে ব্যথা অনুভব করে হাসিবুর। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। কিন্তু চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।”

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার রাত ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হাসিবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *