ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজনের কোনো রাজনীতির সঙ্গে জামায়াতে ইসলামী নেই বলে স্পষ্ট মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান (Dr. Shafiqur Rahman)। শনিবার (৪ অক্টোবর) সকালে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত ‘দাঈ ও ওয়ায়েজ সম্মেলন’-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি এই অবস্থান তুলে ধরেন।
ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ বাংলাদেশ। তিনি মনে করেন, আল্লাহভীরু ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ সমাজের নেতৃত্বে আসলে দেশে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
তিনি আরও মন্তব্য করেন, “একজন শিক্ষিত মানুষ জাতির যে ক্ষতি করতে পারে, তা হাজার অশিক্ষিত মানুষ মিলে করতেও পারে না।” স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও এখনো একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব হয়নি বলে আক্ষেপ করেন তিনি। এই বাস্তবতায় জাতির নেতৃত্বদানে ওলামায়েদের এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির।
তার বক্তব্যে তিনি জোর দিয়ে বলেন, নিজেদের জ্ঞানকে কোরআন-হাদিসের আলোকে সমাজ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। সঠিক দিকনির্দেশনা থাকলেই দেশ একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।