বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)-এর সাম্প্রতিক বিবিসি (BBC) সাক্ষাৎকারকে বিকৃত করে প্রচার করছে একটি নির্দিষ্ট গোষ্ঠী—এমন অভিযোগ তুলেছেন ছাত্রদল মনোনীত ডাকসুর ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খান।
সোমবার (৬ অক্টোবর) অনলাইন সংবাদমাধ্যম কালবেলাকে দেওয়া বিশেষ এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। আবিদ বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারের বক্তব্যকে বিকৃত করছে একটি নির্দিষ্ট গোষ্ঠী। তারেক রহমানের বক্তব্য ছিল সম্পূর্ণ স্পষ্ট ও নির্ভুল। তিনি কোথাও বলেননি যে, আওয়ামী লীগ বা তাদের নেতাকর্মীদের জীবন জাহান্নাম বানিয়ে ফেলবেন। বরং তিনি আওয়ামী লীগের বিচারের কথা বলেছেন—যা রাজনৈতিক প্রেক্ষাপটে একটি ন্যায়সঙ্গত অবস্থান।”
তিনি আরও অভিযোগ করেন, “সেই নির্দিষ্ট একটি গোষ্ঠী আওয়ামী লীগের ভোট পেতেই এসব করছে। অথচ তারাই আবার নিজেদের বক্তব্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তোলে। যারা তারেক রহমানের বক্তব্য বিকৃত করছে, তারা এমন একজন নেতার অনুসারী, যিনি নিজেই একসময় আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছিলেন।”
আবিদুল ইসলাম খানের মতে, এ ধরনের বিকৃতি রাজনৈতিক বিভাজনকে উস্কে দিচ্ছে এবং গণতান্ত্রিক আলোচনাকে বিপথে নিচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় দুই দশক পর কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ এই সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের নির্বাচনকেন্দ্রিক রাজনীতি, আওয়ামী লীগের চরিত্র ও নেতৃত্ব, আসন্ন নির্বাচনে বিএনপির কৌশলসহ বিভিন্ন সমসাময়িক ইস্যু নিয়ে খোলামেলা কথা বলেছেন। তাঁর বক্তব্যে দলীয় জবাবদিহিতা, গণতন্ত্র পুনরুদ্ধার ও রাজনৈতিক শালীনতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।