ময়মনসিংহে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সংস্কৃতিকর্মী, গ্রাফিক্স ডিজাইনার ও কবি শামীম আশরাফ (Shamim Ashraf)-কে আটক করেছে পুলিশ। সোমবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে নগরীর গুলকিবাড়ী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শামীম আশরাফ নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের হাড়গুজির পাড় এলাকার মো. আলীম উদ্দিনের ছেলে। তিনি নগরীর আমপট্টি মোড় এলাকার “গ্রাফিটি” নামের একটি ডিজাইন প্রতিষ্ঠানের মালিক বলেও জানা গেছে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিদুল ইসলাম (Mohidul Islam)। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘বেহেশত’ নিয়ে অবমাননাকর মন্তব্য করেন শামীম আশরাফ। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং বিষয়টি ঘিরে স্থানীয়ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে রাতে তার অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে আটক করে।
এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতারুল আলম (Kazi Akhtarul Alam) জানান, শামীম আশরাফের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মঙ্গলবার (আজ) তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে সোমবার সকাল ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিতর্কিত স্ট্যাটাস দেন শামীম আশরাফ। সেখানে তিনি লেখেন— “আমার স্ট্যাটাসের ভাষাগত বৈচিত্র্য ইচ্ছে করেই আনছি। আর দুয়েকদিন গালিময় স্ট্যাটাস দেখা যাবে। মাত্র দুয়েকদিন ধৈর্য ধরুন, প্লিজ। এরপর ভালো হয়ে যামু।”
পোস্টের দুই ঘণ্টা পরই তিনি আরেকটি মন্তব্যে একজন ব্যবহারকারীর প্রতিক্রিয়ায় লিখেন, “আপনি ভায়া বেহেশতের সর্বোচ্চ মাকামে গিয়ে সানিলিওনকে ***।”
এই মন্তব্য ইসলাম ধর্ম ও মুসলমানদের পবিত্র বিশ্বাসের প্রতি চরম অবমাননা হিসেবে দেখা দেয়। মুহূর্তেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শহরজুড়ে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে।
বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে সাধারণ মানুষ ও মাদরাসা শিক্ষার্থীরা রাস্তায় নেমে বিক্ষোভ করে। সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে নিন্দার ঝড় ওঠে, এবং ধর্মপ্রাণ মুসলমানরা শামীম আশরাফের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অবশেষে রাতেই পুলিশ তাকে আটক করে। কমেন্টে যা লিখেছিলেন যা …
