তিন দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশের জলসীমায় ভিড়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ ইউএসএস ফিৎসজেরাল্ড (USS Fitzgerald)। আজ বুধবার (৮ অক্টোবর ২০২৫) চট্টগ্রাম উপকূলে পৌঁছানোর পর বাংলাদেশ নৌবাহিনী (Bangladesh Navy)-এর জাহাজ বানৌজা আবু উবাইদাহ্-এর মাধ্যমে জাহাজটিকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, সফরকারী জাহাজের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সফরের মূল উদ্দেশ্য দুই দেশের নৌবাহিনীর মধ্যে পেশাগত জ্ঞান, অভিজ্ঞতা এবং সামরিক দক্ষতা বিনিময় করা।
এই ধরনের সফর সামরিক কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার পাশাপাশি পারস্পরিক বোঝাপড়াকে গভীরতর করে তোলে। একইসঙ্গে একে অপরের পেশাগত কৌশল ও কর্মকৌশল প্রত্যক্ষ করার সুযোগও তৈরি হয়। এমন বিনিময় দুই দেশের নৌবাহিনীর জন্যই একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে জানিয়েছে আইএসপিআর।
সফরের অংশ হিসেবে নৌসদস্যদের মাঝে বিভিন্ন যৌথ কার্যক্রম, অনুশীলন এবং আলোচনার আয়োজনও করা হবে বলে জানা গেছে। এই সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম নৌঘাঁটিতে বাড়তি নিরাপত্তা ও কূটনৈতিক আনুষ্ঠানিকতা গ্রহণ করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, এর আগেও ২০২২ সালে যুক্তরাষ্ট্রের একটি নৌবাহিনী জাহাজ শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছিল, যা তখনও দ্বিপাক্ষিক সামরিক সম্পর্কে ইতিবাচক বার্তা এনেছিল।
তিন দিনের সফর শেষে ইউএসএস ফিৎসজেরাল্ড ১০ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশের জলসীমা ত্যাগ করবে।