নিজ নিজ দলের পক্ষে জুলাই সনদে স্বাক্ষর করবেন যারা

আসন্ন জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধি অংশ নেবেন। ইতোমধ্যে অংশগ্রহণকারী দলগুলো দুজন করে প্রতিনিধির নাম ঐকমত্য কমিশনে পাঠিয়েছে। কমিশনের বরাতে জানা গেছে, আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবেন।

বিএনপি-জামায়াতসহ প্রধান দলগুলোর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি (Bangladesh Nationalist Party)-এর পক্ষে স্বাক্ষর করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami) পক্ষে স্বাক্ষর করবেন কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জাতীয় নাগরিক পার্টি—এনসিপি (National Citizen Party)-এর পক্ষ থেকে স্বাক্ষর করবেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

অন্যান্য অংশগ্রহণকারী দল

লিবারেল ডেমোক্রেটিক পার্টি—এলডিপির পক্ষে স্বাক্ষর করবেন মহাসচিব ড. রেদোয়ান আহমেদ ও প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশীর।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষে প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম ও মিডিয়া সমন্বয়ক সৈয়দ হাসিবউদ্দীন হোসেন অংশ নেবেন।
নাগরিক ঐক্যের পক্ষ থেকে সভাপতি মাহমুদুর রহমান মান্না ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার;
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল—জাসদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান ও ড. মুশতাক হোসেন;
আমার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে চেয়ারম্যান মজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের পক্ষ থেকে চেয়ারম্যান ববি হাজ্জাজ ও মহাসচিব মোমিনুল আমিন স্বাক্ষর করবেন।

ইসলামী দলগুলোর প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ (Islami Andolan Bangladesh)-এর পক্ষ থেকে প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান;
খেলাফত মজলিসের পক্ষ থেকে আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও ড. আহমদ আবদুল কাদের;
বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষে সিনিয়র নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফ ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ;
জাকের পার্টির পক্ষ থেকে ভাইস চেয়ারম্যান শহীদুল ইসলাম ভূঁইয়া ও মহাসচিব শামীম হায়দার;
নেজামে ইসলাম পার্টির পক্ষে মাওলানা আবদুল মাজেদ আতহারী ও মাওলানা মুসা বিন ইযহার;
জমিয়তে উলামায়ে ইসলামের পক্ষ থেকে মাওলানা আবদুর রব ইউসুফী ও মঞ্জুরুল ইসলাম আফেন্দী;
এবং ইসলামী ঐক্যজোটের (Islami Oikya Jote) পক্ষে চেয়ারম্যান মাওলানা আবদুল কাদের ও মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজী স্বাক্ষর করবেন।

বাম ও প্রগতিশীল দলগুলোর প্রতিনিধি

গণসংহতি আন্দোলনের পক্ষে জোনায়েদ সাকি ও আবুল হাসান রুবেল;
জাতীয় সমাজতান্ত্রিক দল—জেএসডির পক্ষে শহীদ উদ্দিন মাহমুদ স্বপন ও তানিয়া রব;
গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান;
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষে সাইফুল হক ও বহ্নিশিখা জামালী;
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির—সিপিবি-র পক্ষ থেকে কাজী সাজ্জাদ জহির চন্দন ও আবদুল্লাহ ক্বাফী রতন;
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদের পক্ষ থেকে বজলুর রহমান রশীদ ফিরোজ ও রাজেকুজ্জামান রতন;
জাতীয় গণফ্রন্টের পক্ষ থেকে আমিনুল ইসলাম টিপু বিশ্বাস ও লিটু বিশ্বাস;
এবং বাসদ-মার্ক্সবাদীর পক্ষে মাসুদ রানা ও জয়দীপ ভট্টাচার্য স্বাক্ষর করবেন।

অন্যান্য দল ও জোটের অংশগ্রহণ

লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান ও খন্দকার মিরাজুল ইসলাম;
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু ও ড. মোহাম্মদ আবু ইউসুফ সেলিম;
আমজনতার দলের কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান ও তারেক রহমান;
গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী ও মিজানুর রহমানও অংশ নেবেন।

জাতীয়তাবাদী সমমনা জোটের পক্ষে সমন্বয়ক ও এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ;
জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান;
১২-দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার;
জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এবং এলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম জুলাই সনদে স্বাক্ষর করবেন।

চার দলের শর্তযুক্ত অবস্থান

তবে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল—বাসদ এবং বাসদ-মার্ক্সবাদী জানিয়েছে, জুলাই সনদে থাকা ‘নোট অব ডিসেন্ট’ বা আপত্তির বিষয়টি নিষ্পত্তি হওয়ার পরই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্বাক্ষর নিয়ে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *