অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে জড়িত, কণ্ঠ রেকর্ডসহ প্রমাণ হাতে আছে: তাহের

অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের (Syed Abdullah Mohammad Taher)। জামায়াতে ইসলামী বাংলাদেশের এই নায়েবে আমির দাবি করেছেন, সিভিল ও পুলিশ প্রশাসনে একটি বিশেষ রাজনৈতিক দলের অনুগত ব্যক্তিদের নিয়োগ দিয়ে ‘নীলনকশার নির্বাচন’ আয়োজনের পরিকল্পনা চলছে, এবং এতে সরকারের কিছু উপদেষ্টা প্রত্যক্ষভাবে জড়িত।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজধানীর মৎস্য ভবন মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি বলেন, ষড়যন্ত্রে লিপ্ত উপদেষ্টাদের নামসহ তাদের ষড়যন্ত্রমূলক বক্তব্যের কণ্ঠ রেকর্ড জামায়াতের হাতে রয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে বলেন, “প্রশাসনের যে অবস্থা চলছে এবং যে ষড়যন্ত্র চলছে, এটাকে বন্ধ করুন। নিরপেক্ষ ও সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন।”

তাহের স্পষ্ট ভাষায় সতর্ক করেন, সময়মতো ব্যবস্থা না নিলে ষড়যন্ত্রে জড়িত উপদেষ্টাদের নাম ও প্রমাণ প্রকাশ্যে জানানো হবে। “আমাদের কাছে তাদের কণ্ঠ রেকর্ড আছে। মিটিংয়ে তারা কী বক্তব্য দেন, তার খবরও আমাদের জানা। আমরা সংশোধনের জন্য সময় দিতে চাই,” বলেন তিনি।

সম্প্রতি জনপ্রশাসনে এক সচিব নিয়োগকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করে তাহের অভিযোগ করেন, “কিছু উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছিলেন যে, এখানে কোনো দলীয় বা অসৎ লোককে বসানো হবে না। কিন্তু বিস্ময়ের সঙ্গে দেখছি, আমাদের সঙ্গে আলাপের এক দিন পরই এমন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, যার অতীত দুর্নীতিতে ভরা এবং যিনি একটি দলের প্রতি সম্পূর্ণ অনুগত।”

তিনি আরও যোগ করেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও একই ধরনের চাপের কথা উঠে এসেছে—একটি দলের অনুগত ব্যক্তিদের নিয়োগ দিতে তীব্র চাপ সৃষ্টি করা হচ্ছে। তাহেরের মতে, “যদি এভাবে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে এক দলের লোকদের বসানো হয়, তাহলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এতে ২০২৪ কিংবা ২০১৮ সালের মতো আরেকটি পাতানো নির্বাচন হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে, যেখানে জনগণ অংশ নেবে না।”

এই মানববন্ধনের সভাপতিত্ব করেন নুরুল ইসলাম বুলবুল (Nurul Islam Bulbul), জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের আমির। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম (ATM Masum), এহসানুল মাহবুব জোবায়ের ও আবদুল হালিমসহ আরও কয়েকজন নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *