২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলমান আন্দোলনে অংশ নেওয়া এমপিওভুক্ত শিক্ষকদের পাশে দাঁড়ালেন জাতীয়তাবাদী ছাত্রদল (Jatiyatabadi Chhatra Dal)-এর কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল। মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি আন্দোলনরত শিক্ষকদের মাঝে পানি বিতরণ করেন।
এই সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় (University of Dhaka)-এর শিক্ষার্থী শাকিকুল ইসলাম সাগর, আলহাজ্ব উদ্দীন, মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান হিমু, শামীম বিন রফিক, মেহেদী হাসান, তানভীর হোসেন, মো. রবিন খান এবং টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী মূসা ও তূর্য প্রমুখ।
ছাত্রদল নেতা মাহমুদ ইসলাম কাজল সাংবাদিকদের বলেন, “শিক্ষক সমাজ জাতির আলোকবর্তিকা। তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা রাষ্ট্রের দায়িত্ব।”
এরই মধ্যে ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করেছেন আন্দোলনরত শিক্ষকরা। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে এই নতুন সময়সূচি ঘোষণা করা হয়।
এর আগে, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি দুপুর ১২টায় শুরু হওয়ার কথা ছিল। তবে শিক্ষক নেতারা জানান, তারা প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখবেন।
আন্দোলনকারীরা আরও জানান, তারা শিক্ষা উপদেষ্টার ‘আলোচনার প্রস্তাব’ প্রত্যাখ্যান করেছেন। তবে জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর অনুরোধে বিকেল চারটা পর্যন্ত সচিবালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি স্থগিত রাখেন তারা।
তারা জানিয়েছেন, বিকেল চারটার মধ্যে যদি তাদের দাবি না মানা হয়, তবে তারা পুনরায় সচিবালয় অভিমুখে লংমার্চ শুরু করবেন।
উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম তিন হাজার টাকা) বাড়ি ভাড়া বৃদ্ধি, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা করা, এবং কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।