জুলাই সনদে নতুন অনিশ্চয়তা, বেঁকে বসেছে এনসিপি – জামায়াত !!

৬টি সংস্কার কমিশনের ৮৪টি প্রস্তাবের ভিত্তিতে তৈরি হচ্ছে জুলাই জাতীয় সনদ। আগামী শুক্রবার এ সনদ সই হওয়ার কথা থাকলেও এখন তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার রাতে সনদের চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়, কিন্তু বাস্তবায়নের উপায় নিয়ে এখনো ঐকমত্যে পৌঁছানো যায়নি।
গণভোটের মাধ্যমে সনদ বাস্তবায়নে সব দল একমত হলেও, ভোটের সময়সূচি, পদ্ধতি ও পরিধি নিয়ে মতভেদ রয়ে গেছে। কিছু দল সনদে সইয়ের আগে বাস্তবায়নের নিশ্চয়তা চায়।

সূত্রমতে, গতকাল রাতে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) (National Citizens’ Party – NCP) কঠোর অবস্থান নেয়। দলটির পক্ষ থেকে জানানো হয়, সংবিধান আদেশ জারি না হলে তারা সনদে সই করবে না। এনসিপি মনে করে, জুলাই ঘোষণাপত্রের সময় তারা ছাড় দিয়েছিল, এবার আর ছাড়ের সুযোগ নেই। বিশেষ করে সংবিধান সংস্কারের বিষয়টি তারা নতুন করে আলোচনায় আনতে চায়।

জামায়াত ও বামপন্থীদের অনিশ্চিত অবস্থান

চূড়ান্ত খসড়ায় বাস্তবায়নের পদ্ধতি উল্লেখ না থাকায় জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami)-এর সই করা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। দলটির এক নীতিনির্ধারক আজ সকালে বলেন, “যতটুকুতে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে, সেটি যদি সনদে প্রতিফলিত হয়, আমরা অবশ্যই সই করব। তবে শুনছি, এই সনদ নিয়ে নানা অপতৎপরতা চলছে।”
বামপন্থী কয়েকটি দলও সনদে সই না করার ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে বিএনপি (Bangladesh Nationalist Party) সনদের অঙ্গীকার অংশে একটি ধারা সংযোজনের প্রস্তাব করেছিল, যা কমিশন গ্রহণ করেনি।

আলোচনা, মতভিন্নতা ও আজকের জরুরি বৈঠক

গত ৩১ জুলাই দলগুলোর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা শেষ হয়। এরপর ৯ অক্টোবর পর্যন্ত ঐকমত্য কমিশন দল ও বিশেষজ্ঞদের সঙ্গে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে ধারাবাহিক আলোচনা চালায়। আলোচনায় গণভোটের বিষয়ে ঐকমত্য এলেও, গণভোটের সময়, ভিত্তি ও প্রক্রিয়া নিয়ে মতপার্থক্য কাটেনি। বিশেষ করে বিএনপি, জামায়াত ও এনসিপির মধ্যে এই বিভাজন স্পষ্ট।

কমিশন সূত্র জানায়, আজ বুধবার সন্ধ্যা ছয়টায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক “অতি জরুরি” বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে দলগুলো সনদে সই করবে কি না, এবং প্রয়োজনে বাস্তবায়নের পথনকশা নিয়ে নতুন করে আলোচনা হবে। এই বৈঠক সরাসরি সম্প্রচার করার পরিকল্পনা করেছে বিটিভি নিউজ।

ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, “আজ সন্ধ্যায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠক হবে। তার আগে কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করছে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *