দাবি পূরণ হলে পরবর্তীতে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি, জানালেন হাসনাত আবদুল্লাহ

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে দলটির দাবি পূরণ হলে পরবর্তীতে সনদে স্বাক্ষর করতে পারে বলে জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ (Hasnat Abdullah)।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হাসনাত লেখেন, ‘জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। যেহেতু এ স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভিত্তি অর্জন হবে না, এটি কেবল একটি আনুষ্ঠানিকতা। আমরা বারবার আইনি ভিত্তির প্রয়োজনীয়তার কথা বলেছি। তাই আইনি ভিত্তি প্রতিষ্ঠার আগেই এমন আনুষ্ঠানিকতা “জুলাই ঘোষণাপত্রের” মতো আরেকটি একপাক্ষিক দলিলে পরিণত হবে।’

তিনি আরও বলেন, ‘তবে ঐকমত্য কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে, আমরা কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমাদের অবস্থান স্পষ্ট করব। আমাদের দাবি পূরণ হলে পরবর্তীতে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *