বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) (Bangladesh Nationalist Party – BNP)-এর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ (Salahuddin Ahmed) বলেছেন, “জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে, ততদিন এটি জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের পর সাংবাদিকদের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
তিনি জানান, “সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। যারা দুই-একজন এখনো করেনি, আশা করি তারাও ভবিষ্যতে করবে। এই সনদ উন্মুক্ত রাখা হয়েছে, যাতে ঐকমত্যের পথ আরও প্রসারিত হয়।”
সালাহউদ্দিন আহমদ বলেন, “আজকের শহীদদের আত্মত্যাগ, রক্তদান, জাতির আকাঙ্ক্ষা ও জনগণের প্রত্যাশা—সবকিছুর বাস্তব রূপ হলো এই সনদ। এটি কেবল সূচনা, এখান থেকেই শুরু হচ্ছে আমাদের নতুন যাত্রা।”
তিনি আরও যোগ করেন, “এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক ও সাংবিধানিক সংস্কারের রাষ্ট্রকাঠামো গড়ে তুলতে পারব। সেই রাষ্ট্রকাঠামোর মাধ্যমে শুরু হবে নতুন বাংলাদেশের যাত্রা, যেখানে শক্তিশালী গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং রাষ্ট্রের সব ক্ষেত্রে ভারসাম্য বজায় থাকবে।”
নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, “নির্বাচন কীভাবে হবে, তা সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে। বিভ্রান্তির কোনো সুযোগ নেই। তারপরও যদি প্রধান উপদেষ্টা নির্বাচনী প্রক্রিয়া নিয়ে বসতে চান, বিএনপি আলোচনায় বসতে প্রস্তুত।”
সালাহউদ্দিন আহমদের বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিএনপি জুলাই সনদকে দেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে। তিনি আশা প্রকাশ করেন, এই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে জাতি একটি ভারসাম্যপূর্ণ ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে যাবে।