এনসিপির জুলাই সনদে স্বাক্ষরের ব্যাপারে আশাবাদী ভিপি নুর

জুলাই সনদে আপাতত স্বাক্ষর না করলেও ভবিষ্যতে এনসিপি (NCP) এতে যোগ দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নুরুল হক নুর (Nurul Haque Nur)। শুক্রবার (১৭ অক্টোবর) জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক ডাকসু ভিপি ও গণঅধিকার পরিষদ (Gono Odhikar Parishad) সভাপতি নুর এই মন্তব্য করেন।

ভিপি নুর বলেন, “সরকার যদি সত্যিই জুলাই সনদের বাস্তবায়নে আন্তরিক হয়, তাহলে একটি অধ্যাদেশের মাধ্যমে এর আইনি ভিত্তি নিশ্চিত করা উচিত। জাতির সামনে আমাদের যে রাজনৈতিক অঙ্গীকার, তা বাস্তবায়নে সবাই যেন একসঙ্গে অঙ্গীকারবদ্ধ থাকে—এই বিশ্বাস থেকেই আমরা আজ জুলাই সনদে স্বাক্ষর করেছি।”

এনসিপি’র অনুপস্থিতি প্রসঙ্গে নুর জানান, “তারা আমাদের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের সহযোদ্ধা। আজ তাদের এখানে না পাওয়া গেলেও আমি বিশ্বাস করি, তারা পরবর্তীতে এই সনদে স্বাক্ষর করবে। কারণ, শেষ পর্যায়ে এসে তাদের প্রস্তাব ও মতামত ঐকমত্য কমিশন গ্রহণ করেছে।”

নুরের এই বক্তব্যে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক ঐক্য ও পারস্পরিক বিশ্বাসের বার্তা উঠে এসেছে। যদিও এনসিপি এখনো আনুষ্ঠানিকভাবে সনদে স্বাক্ষর করেনি, নুরের আশা—এই উদ্যোগে তাদের অংশগ্রহণ ভবিষ্যতে আরও দৃঢ় হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *