ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগের বহু নেতা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, কিন্তু সাধারণ জনগণ এখনো দেশের মাটিতেই রয়েছেন। এই সাধারণ মানুষ এখন ভাবছেন, “কাকে ভোট দিলে তাদের জানমাল নিরাপদ থাকবে।” তাই জনগণ সেই রাজনৈতিক দলকেই বেছে নেবে, যারা তাদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জিয়া অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ রামগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মুফতি ফয়জুল করীম আরও বলেন, দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষও এখন নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। “তারা যেখানে নিরাপদ মনে করবে, সেখানেই তাদের ভোট যাবে,” উল্লেখ করে তিনি বলেন, “ইনশাআল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাষ্ট্রীয় দায়িত্ব পেলে দেশের প্রত্যেক নাগরিকের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে।”
তিনি বলেন, “রাস্তা-ঘাট নির্মাণই কোনো সংসদ সদস্যের মূল দায়িত্ব নয়। উন্নয়নের নামে অনেক সময় এমন সব আইন পাস করা হয় যা ইসলামের পরিপন্থী। একজন জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হচ্ছে ন্যায়ের ভিত্তিতে আইন প্রণয়ন করা।”
ইসলামী আন্দোলনের এই নেতা আরও বলেন, “সংসদে ইসলামের পক্ষে বা বিপক্ষে যেসব সিদ্ধান্ত হয়, তার দায় শুধু সংসদ সদস্যের নয়—ভোটাররাও সেই দায় বহন করেন, কারণ তারাই তাদের প্রতিনিধি নির্বাচন করেন। তাই ইসলামসমর্থক প্রার্থীকে ভোট দেওয়া উচিত। এতে দুনিয়া ও আখিরাতে বরকত পাওয়া যাবে।”
কর্মশালায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের রামগঞ্জ উপজেলা সভাপতি ডা. মুহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, লক্ষ্মীপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসাইন, রামগঞ্জ আসনের সংসদ পদপ্রার্থী জাকির হোসাইন পাটোয়ারী এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ সাইফুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।