আত্মরক্ষায় আগ্নেয়াস্ত্রসহ বিশেষ প্রশিক্ষণ দেবে ক্রীড়া মন্ত্রণালয়, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ

জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এবার আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় (Ministry of Youth and Sports)। ১৮ থেকে ৩৫ বছর বয়সী মোট ৮৮৫০ জন তরুণ-তরুণীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (Asif Mahmud Sajib Bhuiyan)।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, দেশের সাতটি প্রশিক্ষণ কেন্দ্রে প্রাথমিকভাবে এই ৮৮৫০ জনকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের অন্তর্ভুক্ত থাকবে কারাতে, জুডো, তায়কোয়ান্ডোসহ আধুনিক আগ্নেয়াস্ত্র ব্যবহারের কৌশল।

উপদেষ্টা জানান, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো যুবসমাজকে আত্মরক্ষা এবং জাতীয় সংকটে ভূমিকা রাখার জন্য সক্ষম করে তোলা। তিনি বিশ্বাস করেন, প্রশিক্ষণপ্রাপ্ত এই তরুণ-তরুণীরা ভবিষ্যতে সমাজে নিরাপত্তাবোধ জাগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *