জানুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানালো গণ অধিকার পরিষদ

আগামী জানুয়ারি মাসেই জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ (Gana Adhikar Parishad)। তাদের যুক্তি, জাতীয় নির্বাচন যত দেরিতে অনুষ্ঠিত হবে, ষড়যন্ত্র এবং অস্থিতিশীল পরিস্থিতি সূচকতই বাড়বে—তাই সময়ের দাবি জানিয়ে তারা তৎপরতা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরে গণ অধিকার পরিষদ কেন্দ্রীয় কার্যালয়ে ‘দেশের সাম্প্রতিক নানা অঘটন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চক্রান্ত ও চলমান পরিস্থিতি’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই দাবি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন (Rashed Khan) উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

রাশেদ খাঁন বলেন, “নির্বাচন বানচালের জন্য সাম্প্রতিক সময়ে অগ্নিসংযোগে লিপ্ত হয়েছে পতিত স্বৈরাচারের দোসররা। এভাবে পরিস্থিতি ঘোলাটে করে আরেকটি এক–এগারো সৃষ্টির চক্রান্ত শুরু হয়েছে।” তিনি আরও বলেন, নির্বাচন যত দেরি হবে, ষড়যন্ত্র তত বাড়বে—সুতরাং তাদের দাবি, আগামী জানুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজন করা হোক।

সংবাদ সম্মেলনে রাশেদ খাঁন দাবি করেন যে যেহেতু ‘জাতীয় জুলাই সনদ’ স্বাক্ষরিত হয়েছে, দ্রুত সময়ের মধ্যে জুলাই ‘জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ জারি করে এর আইনগত ভিত্তি নিশ্চিত করতে হবে।

তাঁর আরও বক্তব্য, সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য অতীতের কয়েকটি নির্বাচনে—২০১৪, ২০১৮ ও ২০২৪—যারা জড়িত ছিলেন, তাদের মধ্যে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, ডিসি, এসপি, ইউএনও ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদেরও শাস্তির আওতায় আনা প্রয়োজন। রাশেদ খাঁন বলেন, “বর্তমান প্রশাসনকে পরিবর্তন না করলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।”

একই সঙ্গে সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ভবিষ্যৎ নির্বাচনে আওয়ামী লীগ (Awami League) কোনোভাবেই অংশগ্রহণ করতে পারবে না এবং জাতীয় পার্টি (Jatiya Party) ও ১৪ দল (14-Party Alliance)ও নির্বাচন করতে পারবে না—তাই তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে নির্বাচনকে পরিষ্কার রাখতে হবে। এছাড়া আগামী নির্বাচনে অংশগ্রহণের নিরপত্তা ও ন্যায্যতা অক্ষুণ্ণ রাখার জন্য নির্বাচন নিয়ম-নীতি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের ভূমিকা নিয়েও জোরালোভাবে প্রশ্ন তোলা হয়।

সংবাদ সম্মেলনের সুরে স্পষ্ট—গণ অধিকার পরিষদ দ্রুত সময়ের মধ্যে জাতীয় পর্যায়ের স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট যেমন চান, তেমনি কলঙ্ক ও ষড়যন্ত্র ঠেকাতে তৎপরতাও বাড়ানোর আহ্বান জানাচ্ছেন তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *