জুলাই সনদে স্বাক্ষরের আগে বাস্তবায়নের নিশ্চয়তা চায় : এনসিপি

ঐতিহাসিক জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সনদের বাস্তবায়ন কীভাবে হবে—তা নিয়ে নির্ভরযোগ্য নিশ্চয়তা পাওয়ার আগ পর্যন্ত স্বাক্ষর করা হবে না।

বুধবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম এসব কথা বলেন। তিনি বলেন, “আমরা জুলাই সনদ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যদিও স্বাক্ষর অনুষ্ঠান ইতোমধ্যে হয়েছে, এনসিপি সেখানে অংশ নেয়নি। তবে আমাদের অবস্থান আমরা পরিষ্কারভাবে সরকারের সামনে এবং ঐকমত্য কমিশনের কাছে তুলে ধরেছি।”

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা শুধু কাগুজে ঘোষণায় বিশ্বাস করি না। এটি বাস্তবে কীভাবে রূপ পাবে, সে বিষয়ে নিশ্চিত হতে চাই। জুলাই সনদ যদি সাংবিধানিক আদেশের মাধ্যমে কার্যকর হয়, তাহলে সেটি আমাদের জন্য অর্থবহ হবে।”

তিনি ব্যাখ্যা করেন, “এই আদেশটি প্রধান উপদেষ্টার পক্ষ থেকেই জারি করতে হবে। কারণ জুলাই গণঅভ্যুত্থানে জনগণের সার্বভৌম ক্ষমতার যে রূপ প্রকাশ পেয়েছে, তার একমাত্র সাংবিধানিক বৈধতা প্রধান উপদেষ্টার হাতেই রয়েছে। আইনি ও রাজনৈতিক উভয় দিক থেকেই আমরা সেটির যৌক্তিকতা উপস্থাপন করেছি।”

নোট অব ডিসেন্ট প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক জানান, “নোট অব ডিসেন্টের আর কোনো কার্যকারিতা থাকবে না। কারণ মূল বিষয়গুলোতে ইতোমধ্যেই ঐকমত্য অর্জিত হয়েছে। সনদে অন্তর্ভুক্ত বিষয়গুলো গণভোটে তোলা হবে, এবং গণভোটে অনুমোদনের পর পরবর্তী সংসদ সংস্কারকৃত একটি নতুন সংবিধান প্রণয়ন করবে।”

তিনি আরও বলেন, “এই পুরো প্রক্রিয়ায় ঐকমত্য কমিশন তার সুপারিশ দিবে, এবং সরকারের নেওয়া সিদ্ধান্তের উপরই নির্ভর করবে এনসিপির চূড়ান্ত অবস্থান। জুলাই সনদে স্বাক্ষরের সিদ্ধান্তও সেই আলোকে বিবেচিত হবে।”

বক্তব্যের শেষভাগে নাহিদ ইসলাম সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমাদের দাবিগুলো বিবেচনা করে সরকার যেন যৌক্তিক ও বাস্তবমুখী পদক্ষেপ নেয়, আমরা সেটাই প্রত্যাশা করি। জুলাই সনদের সুষ্ঠু বাস্তবায়নে আমরা জোর দাবি জানিয়েছি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *