রাজধানীতে আওয়ামী লীগের মিছিলকারীদের গণধোলাই, ভিডিও ভাইরাল

রাজধানীর মতিঝিল এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা ঝটিকা মিছিল বের করলে ক্ষুব্ধ জনতা তাদের কয়েকজনকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক করে নিয়ে যায়। মঙ্গলবারের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আকস্মিকভাবে জড়ো হয়ে আওয়ামী লীগ লেখা ব্যানার হাতে মিছিল বের করেন। ব্যানারে লেখা ছিল ‘ইউনূস সরকারকে হঠাও।’ মিছিলটি দেখে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে তাদের ধাওয়া দেয়। এ সময় ব্যানার ফেলে দিকবিদিক পালাতে থাকেন মিছিলকারীরা। তাদের মধ্যে দুজনকে ধরে স্থানীয়রা বেধড়ক মারধর করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন জানান, মঙ্গলবার দুপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী হঠাৎ করে মতিঝিলে ঝটিকা মিছিল বের করে। স্থানীয়রা তাদের দেখে ক্ষুব্ধ হয়ে পড়ে এবং কয়েকজনকে ধরে পুলিশে সোপর্দ করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *