মালয়েশিয়ায় বাংলাদেশিকে আটকে রাখার অভিযোগে চারজনের কারাদণ্ড ও জরিমানা

মালয়েশিয়ার পেনাং রাজ্যে এক বাংলাদেশি যুবককে অবৈধভাবে আটকে রাখার অভিযোগে চারজনকে দোষী সাব্যস্ত করেছে বুকিত মেরতাজম আদালত। অভিযুক্তদের মধ্যে মিয়ানমারের দুই নাগরিক এবং মালয়েশিয়ার দুই নাগরিক রয়েছেন। দোষ স্বীকারের পর আদালত তাদের কারাদণ্ড ও জরিমানার সাজা ঘোষণা করে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ম্যাজিস্ট্রেট রোশায়াতি রাদেলাহ (Roshayati Radelah)-এর আদালতে অভিযুক্ত চারজনই নিজেদের অপরাধ স্বীকার করেন। আদালতের রায়ে মিয়ানমারের নাগরিক আলম শোবির (২১) কে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে, যা তার গ্রেফতারের দিন অর্থাৎ ১২ অক্টোবর থেকে কার্যকর হবে।

অন্যদিকে, একই দেশের নাগরিক মোহাম্মদ রশিদ হুসাইন (৩৮) এবং মালয়েশিয়ার দুই নাগরিক মোহাম্মদ আদিব শাআদুন জুবির (৩৩) ও এম লুকমান সাওয়াপিট (৩৪) কে ২ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হয়েছে। আদালত আরও নির্দেশ দিয়েছে, নির্ধারিত জরিমানা পরিশোধে ব্যর্থ হলে এই তিনজনকে অতিরিক্ত পাঁচ মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

আদালতের নথি অনুযায়ী, চলতি মাসের ১২ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পেনাংয়ের জুরু শিল্পাঞ্চল (Juru Industrial Area)-এর বিজি স্পিডি লন্ড্রি অটো সিটি এলাকায় এই ঘটনা ঘটে। চারজন মিলে ৩৫ বছর বয়সি এক বাংলাদেশি যুবককে সেখানে বেআইনিভাবে আটকে রাখেন বলে অভিযোগ প্রমাণিত হয়।

তাদের বিরুদ্ধে পেনাল কোডের ধারা ৩৪২ (অবৈধভাবে আটক) এবং ধারা ৩৪ (সমবেতভাবে অপরাধ সংঘটন)-এর আওতায় মামলা দায়ের করা হয়েছিল। এই ধারাগুলোর অধীনে দোষী প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড, দুই হাজার রিঙ্গিত জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। আদালতের রায়ে সেই বিধান অনুযায়ী দণ্ড কার্যকর করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *