আসিফের আগমন ঘিরে এনসিপিতে পদজট, পদত্যাগপত্র জমা দিলেন

জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party – NCP)–এর মুখ্য সমন্বয়কের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রায় দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর এই পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে এখন পর্যন্ত দলীয়ভাবে তাঁর পদত্যাগ গ্রহণের কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক সূত্র দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন, পদসংক্রান্ত কিছু জটিলতা থেকেই এই পদত্যাগের সিদ্ধান্ত নেন নাসীরুদ্দীন।

সূত্র জানায়, আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলটিতে যোগ দিতে যাচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দলে যোগ দিয়ে নির্বাচন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালকের দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন। বর্তমানে যে পদে দায়িত্ব পালন করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, সেই মুখ্য সমন্বয়কের আসনটি নিয়েই মূলত তৈরি হয় নতুন দ্বন্দ্ব।

সূত্রগুলো আরও জানায়, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এই প্রস্তাবে কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্ব মৌন সম্মতি জানায়। নেতৃত্বের এমন অবস্থানেই মনঃক্ষুণ্ন হয়ে পদত্যাগপত্র জমা দেন নাসীরুদ্দীন। যদিও তিনি তাঁর পদত্যাগপত্রে স্পষ্ট উল্লেখ করেছেন, দলীয় পদ থেকে অব্যাহতি নিলেও তিনি এনসিপির সদস্য হিসেবে থাকবেন।

এ ঘটনার পর থেকে নাসীরুদ্দীন দলীয় কর্মকাণ্ড থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন বলে জানা গেছে। গত ১৭ অক্টোবর দলের নতুন অঙ্গসংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’ গঠনে তিনি মুখ্য ভূমিকা রাখলেও আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হননি।

পদত্যাগ বিষয়ে জানতে একাধিকবার ফোন ও টেক্সট মেসেজ পাঠানো হলেও নাসীরুদ্দীন পাটওয়ারী কোনো জবাব দেননি। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জানান, “আমরা তাঁর পদত্যাগপত্র পেয়েছি। তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বর্তমানে বিবেচনাধীন রয়েছে।” সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *