জুলাই সনদ ও গণভোট নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব দ্রুতই নেবেন প্রধান উপদেষ্টা: আসিফ নজরুল

জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি এবং সম্ভাব্য গণভোটের সময় নির্ধারণ নিয়ে দেশজুড়ে যখন রাজনৈতিক টানাপোড়েন চরমে, তখন এই জটিল পরিস্থিতির চূড়ান্ত সমাধান দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস (Muhammad Yunus)—এমনটাই জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল (Asif Nazrul)।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র বিরোধ দেখা যাচ্ছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন। তবে দ্রুতই ফয়সালা আসবে।”

তিনি বলেন, ২৭০ দিন ধরে ধারাবাহিক আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না আসা অত্যন্ত হতাশাজনক। শুরুতে কেবল বিষয়বস্তুর ওপর মতবিরোধ থাকলেও এখন গণভোটের পদ্ধতি ও সময় নিয়েও দ্বন্দ্ব চরমে উঠেছে। “এত দীর্ঘ আলোচনা শেষে যদি ঐকমত্য না আসে, তবে আমাদের এখন সত্যিই ভাবতে হচ্ছে—কীভাবে অগ্রসর হবো।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “কোনো রাজনৈতিক দল যদি এককভাবে তাদের মত চাপিয়ে দিতে চায়, তাহলে জুলাইয়ের চেতনার মূল্য কোথায় থাকে? আমরা নিশ্চিত করছি, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন হবে। তবে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দায়িত্ব শুধু সরকারের নয়, রাজনৈতিক দলগুলোরও রয়েছে।”

আইন উপদেষ্টা জানান, উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনৈক্যের বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। তিনি বলেন, “ঐকমত্য কমিশন দুইটি বিকল্প প্রস্তাব দিয়েছে। প্রথমত, জুলাই সনদ বাস্তবায়নের পর গণভোট এবং তা ২৭০ দিনের মধ্যে না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হবে। দ্বিতীয়ত, বিষয়টি পরবর্তী নির্বাচিত সংসদের ওপর ছেড়ে দেওয়া। এই দুই বিকল্প নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য এখন চরমে।”

তিনি আরও বলেন, “এখন প্রশ্ন উঠেছে—গণভোট হলে, তা কবে হবে? এই নিয়েই বিরোধ এত তীব্র যে রাজনৈতিক দলগুলো উত্তেজিত ভূমিকা নিচ্ছে। যারা জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদের কাছ থেকে এমন আচরণ সত্যিই বেমানান।”

সবশেষে তিনি সাফ জানিয়ে দেন, “এই পরিস্থিতিতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আমরা তাঁকে সহায়তা করব, কিন্তু সিদ্ধান্ত এককভাবে তিনিই গ্রহণ করবেন। প্রয়োজন হলে আমাদের সঙ্গে পরামর্শ করবেন। সিদ্ধান্ত খুব দ্রুতই আসবে এবং আমরা তাতে অটল থাকব।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *