আরপিও সংশোধনে নতুন সিদ্ধান্ত: জোটগত নির্বাচনে প্রতীকের বাধ্যবাধকতা থাকছে না

নির্বাচনের নিয়ম-কানুন ঠিক করতে সদ্য অনুমোদিত গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধনী অধ্যাদেশে আবারও পরিবর্তন আনতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার (Caretaker Government)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জোটগতভাবে নির্বাচন করলে কোনো প্রার্থী বাধ্যতামূলকভাবে নিজের দলের প্রতীকেই নির্বাচন করবেন—এমন বাধ্যবাধকতা থাকছে না। এখন থেকে প্রার্থী চাইলে নিজের দলের প্রতীক অথবা জোটভুক্ত অন্য কোনো দলের প্রতীকেও নির্বাচন করতে পারবেন।

এর আগে ২৩ অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গণপ্রতিনিধিত্ব আদেশ (Representation of the People Order) সংশোধনের যে খসড়া অনুমোদন করেছিল, তাতে উল্লেখ ছিল—যে দলই হোক, জোটগতভাবে নির্বাচনে অংশ নিলেও প্রত্যেককে নিজ নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে।

এই নিয়ম নিয়ে আপত্তি তোলে বিরোধী দল বিএনপি (BNP) এবং কয়েকটি ছোট রাজনৈতিক দল। তারা বিষয়টি নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করে এবং অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টাকে সরাসরি তাদের আপত্তির কথা জানায়। পরে বিএনপি আনুষ্ঠানিকভাবেই তাদের আপত্তি তুলে ধরে।

সূত্র জানায়, বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন প্রধান উপদেষ্টা। তার আগ্রহ এবং নির্দেশেই আবারও খসড়া অধ্যাদেশে সংশোধন আনার প্রক্রিয়া শুরু হয়। সংশ্লিষ্টরা বলছেন, এ পরিবর্তনের ফলে ছোট দলগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে, কারণ জোটগত নির্বাচনে বড় দলের প্রতীকে নির্বাচন করার সুযোগ পেলে তারা আসন বণ্টনে সুবিধা পাবে এবং পরিচিত প্রতীকের আওতায় ভোটারদের কাছে যেতে পারবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *