খুলনা-২ আসনে নজরুল ইসলাম মঞ্জুকে তারেক রহমানের ফোন, উচ্ছ্বাস নয় ঐক্যের আহ্বান

নজরুল ইসলাম মঞ্জু (Nazrul Islam Manju), খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন। রোববার (২ নভেম্বর) বিকেল ৫টা ১৫ মিনিটে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) ফোনে তাকে এই সিদ্ধান্ত জানান এবং দ্রুত মাঠে নেমে কাজ শুরু করার নির্দেশ দেন।

মনোনয়ন নিশ্চিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই নজরুল ইসলাম মঞ্জু সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দু’টি পোস্ট করেন। প্রথম পোস্টে মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করে তিনি লেখেন, “খুলনা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দ্রুত সবাইকে নিয়ে কাজ শুরু করার নির্দেশনার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

পরবর্তী পোস্টে তিনি নেতাকর্মীদের উদ্দেশে অনুরোধ জানান, মনোনয়ন পাওয়ার বিষয়টিকে কেন্দ্র করে যেন কেউ উচ্ছ্বাস বা আনন্দ মিছিল না করে। তার ভাষায়, “উল্লাস, আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকুন। কাউকে খাটো করা বা বিদ্বেষমূলক আচরণ নয়, ঐক্যবদ্ধভাবে কাজ করুন—এটাই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা।”

মঞ্জুর এই অবস্থানের পর থেকেই খুলনা বিএনপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানান এবং তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকেন।

এই বিষয়ে যোগাযোগ করলে নজরুল ইসলাম মঞ্জু বলেন, “তারেক রহমান বিকেল সোয়া পাঁচটায় আমাকে ফোন করেন। তিনি বলেন, সুস্থ হয়ে দ্রুত মাঠে নামেন। নির্বাচনে সবাইকে লাগবে, পক্ষ-বিপক্ষ না ভেবে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন।”

তিনি আরও জানান, “আমি এখন চিকুনগুনিয়ায় আক্রান্ত। কিন্তু তিনি বলেছেন, সুস্থ হয়ে মাঠে নামতে হবে।”

দীর্ঘ ৪৬ বছরের রাজনৈতিক জীবনে নজরুল ইসলাম মঞ্জু খুলনা বিএনপির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম। ১৯৭৯ সালে ছাত্রদল থেকে রাজনীতি শুরু করে ১৯৮৭ সালে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ১৯৯২ থেকে টানা ১৭ বছর সাধারণ সম্পাদক এবং ২০০৯ থেকে ২০২১ সাল পর্যন্ত সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হন।

তবে ২০২১ সালের ডিসেম্বরে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের সময় তার নাম বাদ পড়ে যায়, যা স্থানীয় রাজনীতিতে কিছুটা আলোড়ন সৃষ্টি করেছিল। তবে খুলনা-২ আসনে পুনরায় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরলেন এই বর্ষীয়ান রাজনীতিক।

বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকুনগুনিয়ার চিকিৎসা নিচ্ছেন। তবে দলীয় দায়িত্ব পেয়ে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি সুস্থ হয়ে দ্রুত মাঠে নামব, খুলনা-২ আসনে ধানের শীষের জয় নিশ্চিত করব ইনশাআল্লাহ।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *