‘মায়ের ডাক’-এর তুলি’র পাশাপাশি ঢাকায় বিএনপির প্রার্থী হলেন যারা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার একটি গুরুত্বপূর্ণ আসনে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক‘ (Mayer Dak)-এর সমন্বয়ক সানজিদা ইসলাম (Sanjida Islam)-কে প্রার্থী করেছে বিএনপি (BNP)। গুমের শিকার ভাইয়ের স্মৃতি আর বহু পরিবারের কান্নার সাক্ষী হয়ে ওঠা সানজিদা এখন সরাসরি জাতীয় রাজনীতির ময়দানে।

সোমবার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) ২৩৭ আসনের প্রার্থীদের তালিকা ঘোষণা করেন। সেখানে ঢাকার মিরপুর, শাহ আলী ও দারুস সালাম এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন সানজিদা ইসলাম।

সানজিদা ইসলামের ভাই সাজেদুল ইসলাম সুমন (Sajedul Islam Sumon) ছিলেন বিএনপির ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক। ২০১৩ সালের ৪ ডিসেম্বর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে র‌্যাবের একটি দল তুলে নিয়ে যায় বলে পরিবার অভিযোগ করে। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

ভাইয়ের গুম হওয়ার পর থেকেই সানজিদা ইসলাম গুম হওয়া অন্যান্য পরিবারকে সংগঠিত করে ‘মায়ের ডাক’ গড়ে তোলেন। এই সংগঠন গুমের বিরুদ্ধে সোচ্চার হয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আলোচনায় আসে।

ঢাকার অন্যান্য আসনে বিএনপির প্রার্থীদের মধ্যে রয়েছেন:
– ঢাকা-১ (দোহার–নবাবগঞ্জ): খন্দকার আবু আশফাক
– ঢাকা-২ (কেরানীগঞ্জ ও সাভারের কিছু অংশ): আমানউল্লাহ আমান
– ঢাকা-৩ (কেরানীগঞ্জের কিছু অংশ): গয়েশ্বর চন্দ্র রায়
– ঢাকা-৪ (শ্যামপুর–কদমতলী): তানভীর আহমেদ রবিন
– ঢাকা-৫ (যাত্রাবাড়ী–ডেমরা): নবী উল্লাহ নবী
– ঢাকা-৬ (সূত্রাপুর, ওয়ারী, গেন্ডারিয়া, কোতোয়ালির একাংশ): ইশরাক হোসেন
– ঢাকা-৮ (মতিঝিল, পল্টন, শাহবাগ, রমনা): মির্জা আব্বাস উদ্দিন আহমেদ
– ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা, রামপুরা): এম এ কাইয়ুম
– ঢাকা-১২ (তেজগাঁও শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলা নগরের একাংশ): সাইফুল আলম নীরব
– ঢাকা-১৫ (শেওড়াপাড়া, কাজীপাড়া, কাফরুল, মিরপুর): শফিকুল ইসলাম খান
– ঢাকা-১৬ (রূপনগর ও পল্লবী): আমিনুল হক
– ঢাকা-১৯ (সাভার পৌরসভা, সেনানিবাসসহ সাভারের একাংশ): দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন

ঢাকার বেশ কয়েকটি আসনের প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি। এগুলোর মধ্যে রয়েছে ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, ঢাকা-১৮ এবং ঢাকা-২০। মির্জা ফখরুল জানান, এসব আসনের প্রার্থী পরে জানানো হবে এবং কিছু আসন শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে।

প্রার্থী ঘোষণার আগে দুপুরে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তারেক রহমানের সভাপতিত্বে এক জরুরি বৈঠকে বসেন। প্রায় পাঁচ ঘণ্টার এই বৈঠকে আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের শুরুর দিকেই ঘোষণা করার কথা রয়েছে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। আর ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *