৭ নভেম্বর শোভাযাত্রায় খাঁচায় শেখ হাসিনা ও আওয়ামী নেতারা

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ঢাকার নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপি (BNP) আয়োজিত শোভাযাত্রায় রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়ে ভিন্ন এক কায়দায়। খাঁচাবন্দী প্রতীকী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতাদের প্রদর্শনের মাধ্যমে তীব্র রাজনৈতিক বার্তা দেন দলটির নেতা–কর্মীরা।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু হয়। সেখানে এক নারীকে খাঁচার ভেতর ‘প্রতীকী’ শেখ হাসিনা (Sheikh Hasina) হিসেবে উপস্থাপন করা হয়। তাঁর মুখে কৃত্রিম বড় দাঁত সংযোজন করে ব্যঙ্গচিত্র তৈরি করা হয় এবং খাঁচার বাইরে কিছু লেখা কাগজে ঝোলানো হয়। তাতে লেখা ছিল—‘আমি ভোটচোর’, ‘আমি দলের সমস্ত নেতা–কর্মীদের ফেলে পালিয়ে যাই’, ‘আমি নিরীহ মানুষ খুন করি’, ‘আমি হেলিকপ্টার থেকে শিশু ও নারীকে গুলি করে হত্যা করি’—এমন নানা স্লোগান।

শুধু শেখ হাসিনাই নন, আরও কয়েকজন শীর্ষ আওয়ামী লীগ নেতা এবং সাবেক মন্ত্রীদের প্রতীকী খাঁচায় দেখানো হয়। ‘ঢাকা কেন্দ্রীয় কারাগার’ নাম দিয়ে বানানো একটি প্রতীকী কাঠামোর মধ্যে রাখা হয় কয়েকজনকে—যাদের পরিচয় দেওয়া হয় ওবায়দুল কাদের (Obaidul Quader), আনিসুল হক (Anisul Huq), শাজাহান খান (Shajahan Khan), হাসানুল হক ইনু (Hasanul Haq Inu), সালমান এফ রহমান (Salman F Rahman), ও জুনাইদ আহমেদ পলক (Zunaid Ahmed Palak) নামে।

প্রতিটি চরিত্রের সামনে ছিল একাধিক ব্যঙ্গাত্মক স্লোগান। যেমন—‘আমি ইনু, আমি নীতি বেঁচে খাই’, ‘আমি পলক, আমি মানুষের কাছে গুজব ছড়াই’, ‘আমি সালমান, আমি ব্যাংক লুট করি’, ‘আমি আনিসুল, আমি আইনমন্ত্রী, আমিই আইন ভঙ্গ করি’, ‘আমি শাজাহান, আমি মানুষের মৃত্যুতে উল্লাস করি’ ইত্যাদি।

শোভাযাত্রার অংশ হিসেবে আরেকটি পিকআপ ভ্যানে কয়েকজন শিশুকে সিপাহি সেজে অংশ নিতে দেখা যায়, যা ৭ নভেম্বরের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়ার প্রতীকী প্রয়াস বলে ব্যাখ্যা করেন অনেকে।

সমাবেশটি পরিচালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন, সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir)। বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস (Mirza Abbas), আবদুল মঈন খান (Abdul Moyeen Khan), ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু। উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

সমাবেশ শেষে মির্জা ফখরুলের নেতৃত্বে শোভাযাত্রা শুরু হয়। নয়াপল্টন থেকে যাত্রা শুরু করে তা কাকরাইল, মালিবাগ, মগবাজার, বাংলামোটর হয়ে কারওয়ান বাজার মোড়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় ব্যবহৃত প্রতীকী খাঁচাগুলো ছিল পিকআপ ভ্যানে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *