অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে। এই বৈঠকের সভাপতিত্ব করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস (Professor Muhammad Yunus)। দুপুরে জাতির উদ্দেশে তাঁর ভাষণ সম্প্রচারিত হবে বলে জানানো হয়েছে।
বৈঠকটিকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে, কারণ এতে জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে বলে নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
গত ২৮ অক্টোবর জাতীয় ঐকমত্য কমিশন (National Consensus Commission) অন্তর্বর্তী সরকারকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দুটি বিকল্প প্রস্তাব জমা দেয়। প্রথম বিকল্প অনুযায়ী, সংবিধান-সংক্রান্ত সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য একটি বিশেষ আদেশ জারি করা হবে এবং সেই আদেশের ভিত্তিতে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে প্রস্তাব পাস হলে আগামী সংসদ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে ২৭০ দিনের মধ্যে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হলে প্রস্তাবটি স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে বলে সুপারিশে উল্লেখ রয়েছে।
অন্য বিকল্পে বলা হয়েছে, ২৭০ দিনের মধ্যে সংস্কারকাজ শেষ করার নির্দেশ থাকবে; তবে সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন না হলে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে কোনো স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়নি। একই সঙ্গে গণভোটের তারিখ নির্ধারণের দায়িত্ব সরকারকেই দেওয়া হয়েছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আগ থেকেই মতপার্থক্য বিরাজ করছে। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ জমা দেওয়ার পর সেই মতপার্থক্য আরও তীব্রভাবে প্রকাশ পায়। রাজনৈতিক দলগুলোকে আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ে ঐক্যবদ্ধ দিকনির্দেশনা দিতে আহ্বান জানানো হলেও এখন পর্যন্ত কোনো সমন্বিত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার এখন সরকারের কাঁধেই এসে পড়েছে।


