“একই দিনে নির্বাচন ও গণভোট জাতির সঙ্গে তামাশা” — পীর সাহেব চরমোনাই

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজনের সিদ্ধান্তকে জাতির সঙ্গে তামাশা আখ্যা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (Islami Andolan Bangladesh) আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (Mufti Syed Muhammad Rezaul Karim), যিনি পীর সাহেব চরমোনাই নামেও পরিচিত।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের মতলব পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত দলের তৃণমূল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জাতি এমন ঘোষণার প্রত্যাশা করেনি। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন জাতির সঙ্গে সরাসরি তামাশার শামিল।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। দীর্ঘ সময় যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা সবাই ক্ষমতালোভী, দেশপ্রেমহীন। আজ সময় এসেছে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার। দেশপ্রেমিকরা একত্রিত হলে ক্ষমতালোভীরা পালিয়ে যাওয়ার সুযোগও পাবে না।”

পীর সাহেব চরমোনাই বলেন, “লক্ষ লক্ষ শহীদের রক্তে অর্জিত দেশে আজো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি। চোরের সংখ্যার দিক থেকে বাংলাদেশ এখন বিশ্বে শীর্ষে। হাজারো মা সন্তান হারিয়েছেন, আয়না ঘরের মতো ভয়াবহ নির্যাতন কেন্দ্র এখনও চালু রয়েছে, চাঁদাবাজিও থেমে নেই।”

তিনি জোর দিয়ে বলেন, “ইসলাম ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়। আমরা একটি ভারসাম্যপূর্ণ দেশ গঠন করতে চাই, যেখানে জনগণের ভাত ও ভোটের অধিকার নিশ্চিত থাকবে। আসুন, আমরা সবাই মিলে প্রিয় বাংলাদেশকে একটি মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করি।”

এই সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি মানসুর আহমাদ সাকী, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মাওলানা আনসার আহমাদ, সহকারী সম্পাদক মাওলানা নাসির আহমাদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ এবং যুবনেতা শেখ মুহাম্মদ হাবিবুর রহমানসহ অন্যান্য উপজেলা নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *