শেখ হাসিনা বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় সরাসরি সম্প্রচার করবে বিটিভি

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানকে ঘিরে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (Asaduzzaman Khan Kamal) এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন (Chowdhury Abdullah Al-Mamun)– এই তিন ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বহুল প্রতীক্ষিত রায় ঘোষণা করা হবে আগামীকাল (সোমবার)। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) থেকে রায়টি সরাসরি সম্প্রচার করা হবে।

গত ১৩ নভেম্বর বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার এই দিন নির্ধারণ করে। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলায় রাষ্ট্রপক্ষের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগই প্রমাণিত হয়েছে। প্রসিকিউশন পক্ষ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি—মৃত্যুদণ্ড—চেয়েছেন। অন্যদিকে, আসামিপক্ষ এই অভিযোগগুলো ভিত্তিহীন দাবি করে খালাস দাবি করেছে।

প্রসিকিউশন পক্ষে শুনানিতে ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং গাজী এস. এইচ. তামিম। এছাড়াও বি. এম. সুলতান মাহমুদ, শাইখ মাহদি ও আবদুস সাত্তার পালোয়ানসহ আরও কয়েকজন প্রসিকিউটর আদালতে উপস্থিত ছিলেন।

আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানি করেন। আর রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের পক্ষে শুনানি করেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।

মামলার সাক্ষীদের তালিকায় ছিলেন ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আবু সাঈদের পিতা, যিনি আদালতে আবেগঘন সাক্ষ্য দেন। স্টার উইটনেস হিসেবে সাক্ষ্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও সেই আন্দোলনের নেতা নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ-এর সম্পাদক ড. মাহমুদুর রহমান। মামলায় সর্বমোট ৫৪ জন সাক্ষ্য দিয়েছেন।

এই রায় ঘিরে দেশজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। ইতিহাসের এক গা শিউরে ওঠা অধ্যায়ের বিচারিক পরিণতি দেখতে অপেক্ষা করছে পুরো জাতি। সোমবারের রায় ঘিরে আদালতপাড়া ও রাজনৈতিক অঙ্গনে টান টান উত্তেজনা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *