এককভাবে নির্বাচনের ঘোষণা দিল গণঅধিকার পরিষদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে গণঅধিকার পরিষদ (Gonodhikar Parishad)। শনিবার রাজধানীর বাড্ডার এলেন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন দলটির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

সভায় সিদ্ধান্ত হয়, দলটি আগামী নির্বাচনে দেশের সব আসনে নিজস্ব প্রতীক ‘ট্রাক’ নিয়ে এককভাবে প্রার্থী দেবে। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল আসন্ন নির্বাচনে দলীয় অবস্থান নির্ধারণ ও প্রার্থী চূড়ান্তকরণ। শাকিল উজ্জামান বলেন, “গণঅধিকার পরিষদের আয়োজনে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে নির্বাচনের কৌশল এবং দলীয় প্রস্তুতির বিষয়ে মতবিনিময় হয়েছে।”

সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর (Nurul Haque Nur), আর সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। বৈঠকে শুধুমাত্র নির্বাচনী কৌশলই নয়, রাজনৈতিক অবস্থান নিয়েও সুনির্দিষ্ট বার্তা দেওয়া হয়।

সভায় গণঅধিকার পরিষদ সরকারের কাছে দাবি তোলে, অতীতে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে হবে। তারা মনে করে, দায়ীদের শাস্তি নিশ্চিত করা ছাড়া গণতন্ত্র সুসংহত হতে পারে না।

গণঅধিকার পরিষদের এ ঘোষণা অনেকটাই হঠাৎ করেই আসলো যখন মনে করা হচ্ছিলো দলটি বিএনপি’র সাথে জোট বদ্ধ হতে যাচ্ছে। তাদের এ অবস্থান আসন্ন নির্বাচনের মাঠে একটি ভিন্নমাত্রা যোগ করবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *