পঞ্চগড়-১: বিএনপির ব্যারিস্টার নওশাদ জমিরের বিপক্ষে লড়বেন সারজিস আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির (Barrister Mohammad Nowshad Zamir)-এর বিপরীতে মাঠে নামার প্রস্তুতি হিসেবে জাতীয় নাগরিক পার্টি—এনসিপি (National Citizens Party) থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম (Sarjis Alam)।

রোববার রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয় থেকেই মনোনয়নপত্র তুলে নেন তিনি। পঞ্চগড়-১ আসনটি সদর উপজেলা, তেঁতুলিয়া এবং অটোয়ারী উপজেলার (বোদা পৌরসভার একটি অংশ বাদে) সমন্বয়ে গঠিত হওয়ায় এলাকাটিকে রাজনৈতিকভাবে সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করা হয়।

এর আগে ৩ নভেম্বর বিএনপি তাদের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করে। সে দিন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (Mirza Fakhrul Islam Alamgir) আনুষ্ঠানিকভাবে জানান যে ব্যারিস্টার নওশাদ জমিরই পঞ্চগড়-১ আসনে দলের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন।

এদিকে এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার রাত পর্যন্ত মোট ১১০০টি মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি। এমন তথ্য নিশ্চিত করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী (Nasiruddin Patwary)। তিনি আরও জানান, আগামী ২১ ও ২২ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহকারীদের ভাইভা অনুষ্ঠিত হবে, যেখানে চূড়ান্ত শর্ত ও সক্ষমতা যাচাইয়ের মাধ্যমে প্রার্থী নির্ধারণ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *