জুলাই–আগস্ট গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার (Sheikh Hasina) মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে ফেনীতে নাশকতার চেষ্টা চালানোর সময় ৯ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় ফেনী মডেল থানার কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাইফুল ইসলাম (Saiful Islam)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, ফেনী মডেল থানা (Feni Model Thana)-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সামসুজ্জামানসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম জানান, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাসিমের পক্ষে সোনাগাজীর দক্ষিণ আফ্রিকা প্রবাসী রাজুর অর্থায়নে কয়েকজন লালপোল এলাকায় যানবাহনে আগুন ধরিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করে। অভিযানের সময় আবদুল্লাহ আল মাসুম ও রাজু নামে দুইজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে কেরোসিন, পেট্রোল ও গ্যাসলাইটারও জব্দ করা হয়।
এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে নাশকতার আরেকাধিক প্রচেষ্টার সময় রফিকুল ইসলাম (২১), মোহাম্মদ নাহিদ (২২), মোহাম্মদ আশরাফুল হক (২১), ফারদিন ইসলাম (১৮), মোহাম্মদ জিসান (১৯), মো. সোহেল (১৮) ও সিয়াম (১৮) নামের নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের সাত কর্মীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিভিন্ন মামলায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।


