বিবাহবার্ষিকীর উপহার ফাঁসির রায়!!

গতকাল ১৭ নভেম্বর ছিল ভারতে পালিয়ে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)-এর ৫৮তম বিবাহবার্ষিকী। ১৯৬৭ সালে এই দিনে তিনি বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ আলী মিয়ার (সুধা মিয়া) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু এই বিশেষ দিনেই এসেছে তার জীবনের সবচেয়ে ভয়াবহ রায়—আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঘোষিত হয় তার মৃত্যুদণ্ড।

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে জানানো হয়, জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল (Asaduzzaman Khan Kamal)-এর মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে। একই মামলায় রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (Chowdhury Abdullah Al Mamun)-এর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ে বলা হয়, তিন আসামিরই অপরাধ প্রমাণিত হয়েছে। তবে মামুন আদালত ও জাতির কাছে ক্ষমা চাওয়ায় এবং রাজসাক্ষী হিসেবে সহায়তা করায় তার মৃত্যুদণ্ড না দিয়ে ৫ বছরের সাজা প্রদান করা হয়। অন্যদিকে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে কঠোরতম শাস্তি নিশ্চিত করেছেন বিচারকরা। শুধু মৃত্যুদণ্ড নয়, তাদের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশও এসেছে রায়ে।

এই গুরুত্বপূর্ণ রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে ছিলেন বিচারপতি গোলাম মর্তূজা মজুমদার-এর নেতৃত্বে গঠিত তিন সদস্যের বেঞ্চ। অপর দুই সদস্য ছিলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ (Shafiul Alam Mahmud) এবং বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী (Mohitul Haque Enam Chowdhury)। দুপুর ১২টা ৪৫ মিনিটে ট্রাইব্যুনালের চেয়ারম্যান রায়ের সংক্ষিপ্তসার পাঠ শুরু করেন। ৪৫৩ পৃষ্ঠার রায়টি ছয়টি অধ্যায়ে ভাগ করে বিচারকরা পাঠ করেন।

এই রায় ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে উত্তপ্ত আলোচনা। বিশেষ করে শেখ হাসিনার বিবাহবার্ষিকীর দিনেই এ ধরনের রায় ঘোষণাকে ঘিরে জনমনে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এটিকে কাকতালীয় বলে মন্তব্য করছেন, কেউ আবার ঘটনাটিকে প্রতীকী বলেও ব্যাখ্যা দিচ্ছেন।

দেশের ইতিহাসে একটি বিশেষ দিনে এমন রায়, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি সাধারণ মানুষও প্রশ্ন তুলছেন—এ কি শুধুই আইনগত সিদ্ধান্ত, নাকি সময়ের এক অনিবার্য প্রতীক?

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *