বিএনপির (BNP) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের শিক্ষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মাইমুল আহসান খান (Dr. Maimul Ahsan Khan) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (National Citizens’ Party – NCP) থেকে কক্সবাজার-১ আসনে নির্বাচন করার উদ্দেশ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপির মনোনয়ন ফরম সংগ্রহ করেন। উল্লেখ্য, সালাহউদ্দিন আহমেদ নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন এবং ড. খান ছিলেন তাঁর শিক্ষক।
অধ্যাপক মাইমুল আহসান খান একাধিক আন্তর্জাতিক পরিসরে আলোচিত ব্যক্তি। তিনি তেহরানের ইমাম সাদিক বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিকী আদালতের বিচারকদের একজন ছিলেন। ওই আদালতে মিয়ানমারের রাষ্ট্রপ্রধান অং সান সু চিকে রোহিঙ্গা মুসলমানদের ওপর জাতিগত নিধনে সমর্থনের অভিযোগে প্রতীকীভাবে পনের বছরের কারাদণ্ড দেওয়া হয়।
ড. খান আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব এডুকেশন (International Institute of Education – IIE)-এর একজন সাবেক ফেলো। ২০১২ সালে তিনি IIE স্কলার রেসকিউ ফান্ড কর্তৃক বিশ্বের নিগৃহীত শিক্ষাবিদদের একজন হিসেবে স্বীকৃতি পান।
রাজনৈতিক অঙ্গনে প্রবেশ এবং কক্সবাজার-১ আসনে প্রার্থী হওয়ার মধ্য দিয়ে একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাডেমিকের সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টি সংশ্লিষ্ট মহলে আলাদা গুরুত্ব পাচ্ছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে।


