সাতক্ষীরায় জামায়াতের মোটরসাইকেল শোডাউনে ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ফজর আলীর

সাতক্ষীরায় জামায়াত (Jamaat-e-Islami)-এর মোটরসাইকেল শোডাউনের সময় ধাক্কায় ফজর আলী (৭৩) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার (২২ নভেম্বর) দুপুরে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বাদামতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাদামতলা কারিগরপাড়া এলাকার বাসিন্দা ফজর আলী জোহরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। বয়সজনিত সমস্যায় হাঁটাচলাতেই কষ্ট হত তাঁর—এমনটাই জানালেন ভাতিজা শামসুজ্জামান। তিনি বলেন, “চাচা নামাজের জন্য রাস্তা পার হচ্ছিলেন। তখন পেছন দিক থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনার সময় এলাকায় জামায়াতের শোডাউনের মোটরসাইকেলের সারি চলছিল বলে জানান আলীপুর ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন। তিনি বলেন, রাস্তা পার হওয়ার মুহূর্তেই ফজর আলীর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে, আর সেই আঘাত থেকেই তাঁর মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার আগেই।

সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জানান, ফজর আলী তাদের সংগঠনের সমর্থক ছিলেন। তাঁর ভাষায়, সড়কের পাশে মোটরসাইকেলের লুকিং গ্লাসে ধাক্কা লেগে ফজর আলী পড়ে যান এবং পরে মারা যান। তিনি আরও জানান, ফজর আলীর দাফন ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

এ ঘটনায় একই শোডাউনে গুরুতর আহত হয়েছেন আশাশুনির বুধহাটা এলাকার নজরুল ইসলামের ছেলে আনারু ও ফিংড়ী ইউনিয়নের আকবর সরদারের ছেলে আখতার। দুজনই বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (Satkhira Medical College Hospital) চিকিৎসাধীন।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ওসি শামসুন হক। এর আগে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান জানান, মোটরসাইকেলের ধাক্কায় মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান ফজর আলী। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘটনাটির বিস্তারিত প্রতিবেদন সংগ্রহে কাজ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *