তারেক রহমানের দেশে ফেরা অনিশ্চিত, ‘মাইনাস ফোর’ প্রসঙ্গে ইঙ্গিত মহিউদ্দিন আহমদের

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman) কেন দেশে ফিরছেন না, সে বিষয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ (Mohiuddin Ahmed)। তিনি বলছেন, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা অনেকটাই ভারত ও যুক্তরাষ্ট্রের নীতিগত অবস্থানের ওপর নির্ভরশীল।

মহিউদ্দিন আহমদ বলেন, “আমরা যতই ‘মাইনাস টু’ নিয়ে কথা বলি না কেন, ১/১১-এর সময় মূল এজেন্ডা ছিল ‘মাইনাস ফোর’। অর্থাৎ দুই রাজনৈতিক পরিবারের দীর্ঘমেয়াদি আধিপত্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটি চেষ্টা ছিল সেসময়।”

তিনি ব্যাখ্যা করেন, “এই চারজনের মধ্যে একটি ‘মাইনাস’ ইতোমধ্যে কার্যত হয়ে গেছে—শেখ হাসিনা ও তার পরিবার এখন ক্ষমতায় এবং পরোক্ষভাবে অনেক কিছু থেকে অব্যাহতি পেয়েছেন। অপরদিকে, খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ থাকায় রাজনীতি থেকে অনেকটাই বিচ্ছিন্ন। বাকি থাকলেন শুধু তারেক রহমান।”

তারেক রহমানের ভবিষ্যৎ রাজনীতিতে ভূমিকা নিয়ে তিনি বলেন, “তার দেশে ফেরাটা এখনো অনিশ্চিত। তবে এ অনিশ্চয়তা সময়ের সঙ্গে ‘মাইনাস ফোর’-এ গিয়ে গড়ায় কি না, সেটাই এখন দেখার বিষয়।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মহিউদ্দিন আহমদের এই মন্তব্য বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বেশ তাৎপর্যপূর্ণ। ১/১১-পরবর্তী যে পরিবর্তনের সূচনা হয়েছিল, তা এখনো বাংলাদেশের মূলধারার রাজনীতিতে অনুরণিত হচ্ছে। এবং তারেক রহমানের অনুপস্থিতি সেই ধারাবাহিকতারই একটি প্রতিচ্ছবি।

উল্লেখ্য, তারেক রহমান বর্তমানে যুক্তরাজ্যে স্বেচ্ছা-নির্বাসনে রয়েছেন এবং একাধিক দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। সরকার দাবি করে, তার বিরুদ্ধে দেশে ফেরার আইনগত বাধা রয়েছে; তবে বিএনপি দাবি করে, রাজনৈতিক প্রতিহিংসা ও বৈশ্বিক কূটনীতিক চাপে তিনি দেশে ফিরতে পারছেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *