বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন থাকলেও, এ যাত্রায় তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সামনে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।
ডা. জাহিদ হোসেন বলেন, “চিকিৎসক হিসেবে আমি আশাবাদী—তিনি এই সংকট কাটিয়ে উঠবেন। তবে তার শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। নতুন করে চীনা বিশেষজ্ঞ চিকিৎসকরা এসেছেন, তারাও খালেদা জিয়ার চিকিৎসায় যুক্ত হয়েছেন।”
তিনি বলেন, “গত রোববার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে, যা উদ্বেগজনক ছিল। তবে এখন পর্যন্ত তার অবস্থা অপরিবর্তিত আছে।”
প্রসঙ্গত, খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ ও হৃদযন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। তাকে সিসিইউতে রাখা হয়েছে এবং দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে।
সংবাদ ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন গুজবে কান না দিতে সবার প্রতি আহ্বান জানান। তিনি বলেন, “খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে। দল ও পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, যেন আমার ব্রিফ ছাড়া অন্য কোনো বক্তব্য গণমাধ্যমে প্রকাশ না করা হয়। বিভ্রান্তিমূলক খবর খালেদা জিয়ার পরিবার, চিকিৎসক দল এবং দলীয় নেতাকর্মীদের মনে অস্থিরতা তৈরি করছে।”
তিনি আরও বলেন, “এ মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক তথ্য এবং ধৈর্য। দেশবাসীর দোয়া ও চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টায় আমরা আশা করছি, তিনি সুস্থ হয়ে উঠবেন।”
সাবেক প্রধানমন্ত্রীর এই সংকটময় সময় ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা বাড়ছে। দেশবাসীসহ আন্তর্জাতিক মহলেও তার দ্রুত আরোগ্য কামনায় প্রতিক্রিয়া দেখা গেছে।


