বাংলাদেশ জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami) সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার (Miah Ghulam Parwar) যুক্তরাজ্যে পৌঁছেছেন। সোমবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সফরে তিনি প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন এবং নানা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে আলোচনা করবেন।
বিমানবন্দরে মিয়া গোলাম পরওয়ারকে বিদায় জানাতে উপস্থিত ছিলেন তার ব্যক্তিগত সচিব মো. হাসান ফয়জুল্লাহ, ছোট ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান এবং নির্বাচন কমিটির সেক্রেটারি আব্দুল কাইউম ফয়সাল।
সফরের শেষে আগামী ৬ ডিসেম্বর বিকালে তার দেশে ফেরার কথা রয়েছে।
তবে ঠিক কি কারনে হঠাৎ এইসময়ে তিনি যুক্তরাজ্যে গেলেন তা নিয়ে চলছে নানা আলোচনা।

