রাতে ঢাকায় চীনা বিশেষজ্ঞ দলের আগমন, পরদিন আসছে যুক্তরাজ্যের মেডিকেল টিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া (Khaleda Zia)-এর চিকিৎসা ব্যবস্থায় নতুন করে যুক্ত হতে যাচ্ছে চীনের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল। দলীয় সূত্র জানিয়েছে, আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাতে তারা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। আর আগামীকাল বুধবার (৩ ডিসেম্বর) আসবে যুক্তরাজ্যের আরেকটি চিকিৎসক দল, যাদের আগমনের প্রস্তুতিও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল (BNP)-এর একজন দায়িত্বশীল সূত্র মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে জানায়, বিদেশি বিশেষজ্ঞদের এই ধারাবাহিক আগমন খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা পরিস্থিতি বিবেচনাতেই নেওয়া পদক্ষেপ।

এর আগে গতকাল সোমবার আরও একটি বিদেশি মেডিকেল টিম ঢাকায় এসে পৌঁছায়। তারা রাজধানীর এভারকেয়ার হাসপাতাল (Evercare Hospital)-এ গিয়ে বিএনপি চেয়ারপারসনকে প্রত্যক্ষভাবে পর্যবেক্ষণ করেন এবং পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল মূল্যায়ন করেন।

বর্তমানে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন—দলের পক্ষ থেকে বলা হয়েছে, তার অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না এলেও তিনি এখনো চিকিৎসা গ্রহণ করতে সক্ষম আছেন। চিকিৎসকেরা নিবিড় পর্যবেক্ষণে রেখেই পরবর্তী ধাপগুলো ঠিক করছেন।

গত ২৩ নভেম্বর রাতে গুলশানের বাসা ফিরোজা থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী পরে তাকে সেখানেই ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে, যা নিয়ে দলের ভেতর ও সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

দীর্ঘদিন ধরেই খালেদা জিয়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতা, চোখের সমস্যা—এসবসহ একাধিক দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যায় ভুগছেন। তাই বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিস্তৃত চিকিৎসা পরিকল্পনার দিকেই এখন নজর দেওয়া হচ্ছে।

বার্তা বাজার/এমএমএইচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *