অনশনের পর মিললো সুখবর, নিবন্ধনের পথে ‘আমজনতার দল’

দীর্ঘ প্রতীক্ষা ও আন্দোলনের পর অবশেষে নিবন্ধনের পথে এগোচ্ছে নতুন দুটি রাজনৈতিক দল—আমজনতার দল (Amjantor Dal) ও জনতার দল (Jonotar Dal)। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ (Akhtar Ahmed) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।

ইসি ভবনের সামনে দলটির সদস্য সচিব তারেক রহমান সাংবাদিকদের জানান, তাদের দলটি নিবন্ধন পেতে যাচ্ছে বলে নির্বাচন কমিশন থেকে তাকে জানানো হয়েছে। তিনি বলেন, “আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে আশ্বাস পেয়েছি, নিবন্ধনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে।” তিনি আরও জানান, আমজনতার দল ‘প্রজাপতি’ প্রতীক চেয়ে আবেদন করেছে।

উল্লেখ্য, দলটির নিবন্ধনের তালিকা থেকে বাদ পড়ায় গত ৪ নভেম্বর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে অনশন শুরু করেন তারেক রহমান। অনশন চলে ৯ নভেম্বর পর্যন্ত। ওই রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে তিনি অনশন ভাঙেন।

এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন জানায়, কয়েকটি নতুন রাজনৈতিক দলের কার্যক্রম পুনরায় তদন্ত করা হয়েছে। তদন্তে দেখা গেছে, আমজনতার দল এবং জনতার দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যক্রমের বাস্তবতা মিলেছে। ফলে, নিবন্ধনের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করায় এই দুই দলকে নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

অন্যদিকে, নিবন্ধনের অপেক্ষায় থাকা জনতার দলের (Jonotar Dal) চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. শামীম কামাল এবং মহাসচিব মো. আযম খান। এই দলটিও একইভাবে নিবন্ধনের নীতিগত সম্মতি পেয়েছে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, এখনো কেউ দল দুটির বিরুদ্ধে আপত্তি জানাতে পারেন কিনা, তা জানতে আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত সময় রাখা হয়েছে। এ বিষয়ে আগামীকাল (শুক্রবার) গণমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আপত্তির কোনো ভিত্তি না পাওয়া গেলে নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্ত করা হবে।

দুই দলের ক্ষেত্রেই এটি হতে পারে বড় রাজনৈতিক অগ্রগতি, বিশেষ করে ‘আমজনতার দল’-এর জন্য এটি একরকম আন্দোলনের ফসল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *