কে হচ্ছেন ঢাকা-১০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি (Bangladesh Nationalist Party)-র প্রার্থী—এ নিয়ে চলছিল নানামুখী জল্পনা-কল্পনা। অবশেষে সেই জল্পনার অবসান ঘটেছে। আনুষ্ঠানিকভাবে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম।
ঢাকা-১০ আসনে প্রার্থী হতে আগ্রহী একাধিক নেতার নাম ঘুরে বেড়ালেও, বেশ কিছুদিন ধরেই গুঞ্জন ছিল, এ আসনে মনোনয়ন পেতে পারেন আসিফ মাহমুদ। এমনকি তিনি এ এলাকার ভোটার হিসেবেও আবেদন করেন।
তবে শেষ পর্যন্ত বিএনপি মনোনয়ন দিয়েছে শেখ রবিউল আলমকে। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় এবং জাতীয় নির্বাহী কমিটির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলীয় সাংগঠনিক অভিজ্ঞতা ও মাঠপর্যায়ের সম্পৃক্ততা বিবেচনায় তাকে এই গুরুত্বপূর্ণ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
প্রার্থী ঘোষণা করার অনেক আগে থেকেই এই আসনে শেখ রবিউল আলমের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হয়।


